কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতিতে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলো ড্রোন, স্বচালিত যান ও অন্যান্য আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লজিস্টিক কার্যক্রম আরও দক্ষ করছে। এতে চীনজুড়ে বেড়েছে ডেলিভারির গতি, কমছে ব্যয়।
শাংহাইয়ের একটি কুরিয়ার কোম্পানিতে এআই-সহায়ক রুট পরিকল্পক তু লান পার্সেল সংগ্রহ, স্থানান্তর ও বিতরণ প্রক্রিয়াকে আরও উন্নত করতে এআই ও বিগ ডাটা ব্যবহার করছেন।
আবার ওয়াইটি টেকনোলজির কর্মকর্তা তু লান জানালেন, ফুচৌ সিটি থেকে শিচিয়াচুয়াং হয়ে সুনিং সিটিতে ডেলিভারির জন্য এআই দুটি বিকল্প রুট দিয়েছে। আগে পার্সেল তৃতীয় দিনের শুরুতে পৌঁছাত, এখন এআই বলছে, এটি দ্বিতীয় দিনের মধ্যাহ্নের মধ্যেই পৌঁছানো সম্ভব।
এআই শুধু রুট পরিকল্পনাই নয়, বরং পুরো ডেলিভারি চেইনেও পরিবর্তন আনছে। সিছুয়ানের ছেংতুর সিনতু জেলায় কুরিয়াররা স্বচালিত গাড়িতে পার্সেল লোড করছেন, যা স্থানীয় বিতরণ কেন্দ্রে পৌঁছে দিচ্ছে।
এতে প্রতি পার্সেলের খরচ ৪২ শতাংশ কমেছে এবং ডেলিভারিম্যানদের বারবার স্টেশনে যাওয়া লাগছে না বলে জানালেন সিনতুর জেডটিও এক্সপ্রেসের নেটওয়ার্ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান হান হুইচিয়াং।
সিএমজি বাংলা
Sarakhon Report 



















