সত্যেন্দ্রকুমার বসু
আলেকজান্দারের আগে সিন্ধুনদ পর্যন্ত দেশ ইরানের হকামনিষিয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আলেকজান্দার এসমস্ত জয় করেন। কিন্তু তার অব্যবহিত পরেই মৌর্য সম্রাটরা হিন্দুকুশ পর্যন্ত সমস্ত দেশ তাঁদের সাম্রাজ্যভুক্ত ক’রে নেন।
তাঁদের প্রাদেশিক রাজধানী ছিল তক্ষশীলায় (আধুনিক হাসান্ আবদাল্), আর তাঁরা এই প্রদেশের নামও দেন তক্ষশীলা। অশোক যুবরাজ অবস্থায় রাজপ্রতিনিধিরূপে এখানকার শাসনকর্তা ছিলেন।
তার পর তিনি যখন সম্রাট হয়ে সোৎসাহে ধর্মপ্রচার করছিলেন, তখন তাঁর পুত্র কুনাল তক্ষশীলায় রাজপ্রতিনিধি ছিলেন। আর পিতার আদেশে অসংখ্য সঙ্ঘারাম, স্ত প, বিহার ইত্যাদি নির্মাণ করেন।
অশোক যখন বুদ্ধের অস্থির নানা অংশ সমস্ত দেশে বিতরণ করেন, তখন এদেশেও কিছু কিছু বিতরণ ক’রে সেগুলির উপর স্তূপ নির্মাণ করেছিলেন।
(চলবে)
Sarakhon Report 



















