০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২২) গুগল অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস আইল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা জাপানে উপকূলীয় ভূমির ক্ষয়জনিত কারণে সামুদ্রিক কচ্ছপের ডিম ক্ষতিগ্রস্ত ৫০ বছর পরও যে জাহাজডুবি এখনও এক ভয়ংকর গল্প জাপানে বাড়ছে ভাল্লুক আতঙ্ক: নিরাপত্তা জোরদারে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বইমেলায় ৩০০ শিশুর লেখক অভিষেক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫৩) শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি আল-ওথমান মসজিদের পুনঃস্থাপন কাজ শেষের পথে, রমজানের আগেই পুনরায় খোলা হবে ভুলভাবে উপস্থাপিত বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠক হবে

  • Sarakhon Report
  • ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • 135

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠক হবে”

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই হবে ইউনূস–মোদির প্রথম সাক্ষাৎ।

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “ঈদের ছুটিতে ১০ জেলায় সংঘর্ষ-হামলা, নিহত ২

ঈদের ছুটিতে দেশের ১০ জেলায় সংঘর্ষ-হামলায় দুই জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে অনেক জায়গায় বাড়িঘর-গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোথাও আধিপত্য বিস্তার ও জমি-ঘেরের দখল নিয়ে, আবার কোথাও গাড়ি পার্কিং, ফুটবল খেলা, বাজি ফোটানো ও সিগারেট পান নিয়ে এসব সংঘর্ষের সূত্রপাত। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।

যশোর অফিস: ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ হোসেন নামে এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো চার জন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচ জনের নামে মামলা করেছেন। এর মধ্যে চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কালিয়া (নড়াইল): ঈদের আগের দিন রবিবার ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত তালেব শেখ ঐ এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে গ্রামের লস্কর ও শেখ বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শ্রীমঙ্গল চৌমুহনা ও তার আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে ৫৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রবিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে মার্কেট করতে আসা লোকজন ও পথচারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। এ ঘটনায় ১৫টি টমটম, একটি প্রাইভেট কার ভাঙচুর করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার রান্ধুনীমুড়া এলাকায় সিগারেট পান করাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঈদের পরদিন মঙ্গলবার দিবাগত রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা ও নাসিরনগরে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার কসবা উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান পক্ষের নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তুলেন জেলা বিএনপির সদস্য কবির আহমদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এছাড়া বিকালে জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে মালেক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হন।

নেত্রকোনা: জেলার খালিয়াজুরি ও কেন্দুয়ায় পৃথক স্থানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক জনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট বড়হাটি গ্রামে বোরো জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য হারুল মিয়া ও মোশারফ হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

 

বণিকবার্তার একটি শিরোনাম “বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের”

বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ সিদ্ধান্তে বাংলাদেশী পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশী পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। খবর নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকাল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশের প্রধান দুই রফতানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ দেশটিতে রফতানি হয় । যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রফতানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে।

নতুন করে উচ্চ মাত্রায় এ শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

মানবজমিনের একটি শিরোনাম “সর্বত্র ভোটের আলোচনা”

সর্বত্র ভোটের আলোচনা’-এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সারা দেশে চলছে ভোটের আলোচনা। ঈদুল ফিতর উদ্‌যাপনে রাজনৈতিক নেতারা নিজ নিজ সংসদীয় আসনে অবস্থান করার কারণে এ আলোচনা এখন তুঙ্গে। রমজানে ইফতার অনুষ্ঠান ও ঈদ উদ্‌যাপন উপলক্ষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি প্রচারে সক্রিয় ছিলেন। তাঁরা অংশ নিয়েছেন নানান সামাজিক অনুষ্ঠানে। তাঁদের এ আনুষ্ঠানিক গণসংযোগের সঙ্গে ছিল সাধারণের মধ্যে ভোট আসলে কবে হবে তা নিয়ে নানা আলোচনা, জল্পনাকল্পনা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থীদের ঈদের শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঈদের দীর্ঘ ছুটিতে শহর-বন্দর, গ্রামগঞ্জ, হাটবাজার নির্বিশেষে সর্বত্র চায়ের দোকানে, বন্ধু আড্ডায় ঝড় উঠেছিল নির্বাচনি আলোচনার।

এবারের ঈদে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করেছেন। তাঁরা নির্বাচনি এলাকায় গণসংযোগসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় জনগণের সঙ্গে।

স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি-এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’ তাঁর এ বক্তব্যের বিচার-বিশ্লেষণ ছিল আলোচনার মূল বিষয়।

গতকাল ঠাকুরগাঁওয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন, পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, তাহলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, সেটা করতে হবে। কারণ, এ সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।’

জনপ্রিয় সংবাদ

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২২)

ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠক হবে

০৯:১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠক হবে”

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই হবে ইউনূস–মোদির প্রথম সাক্ষাৎ।

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “ঈদের ছুটিতে ১০ জেলায় সংঘর্ষ-হামলা, নিহত ২

ঈদের ছুটিতে দেশের ১০ জেলায় সংঘর্ষ-হামলায় দুই জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে অনেক জায়গায় বাড়িঘর-গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোথাও আধিপত্য বিস্তার ও জমি-ঘেরের দখল নিয়ে, আবার কোথাও গাড়ি পার্কিং, ফুটবল খেলা, বাজি ফোটানো ও সিগারেট পান নিয়ে এসব সংঘর্ষের সূত্রপাত। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।

যশোর অফিস: ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ হোসেন নামে এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো চার জন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচ জনের নামে মামলা করেছেন। এর মধ্যে চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কালিয়া (নড়াইল): ঈদের আগের দিন রবিবার ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত তালেব শেখ ঐ এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে গ্রামের লস্কর ও শেখ বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শ্রীমঙ্গল চৌমুহনা ও তার আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে ৫৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রবিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে মার্কেট করতে আসা লোকজন ও পথচারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। এ ঘটনায় ১৫টি টমটম, একটি প্রাইভেট কার ভাঙচুর করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার রান্ধুনীমুড়া এলাকায় সিগারেট পান করাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঈদের পরদিন মঙ্গলবার দিবাগত রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা ও নাসিরনগরে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার কসবা উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান পক্ষের নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তুলেন জেলা বিএনপির সদস্য কবির আহমদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এছাড়া বিকালে জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে মালেক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হন।

নেত্রকোনা: জেলার খালিয়াজুরি ও কেন্দুয়ায় পৃথক স্থানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক জনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট বড়হাটি গ্রামে বোরো জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য হারুল মিয়া ও মোশারফ হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

 

বণিকবার্তার একটি শিরোনাম “বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের”

বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ সিদ্ধান্তে বাংলাদেশী পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশী পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। খবর নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকাল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশের প্রধান দুই রফতানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ দেশটিতে রফতানি হয় । যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রফতানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে।

নতুন করে উচ্চ মাত্রায় এ শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

মানবজমিনের একটি শিরোনাম “সর্বত্র ভোটের আলোচনা”

সর্বত্র ভোটের আলোচনা’-এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সারা দেশে চলছে ভোটের আলোচনা। ঈদুল ফিতর উদ্‌যাপনে রাজনৈতিক নেতারা নিজ নিজ সংসদীয় আসনে অবস্থান করার কারণে এ আলোচনা এখন তুঙ্গে। রমজানে ইফতার অনুষ্ঠান ও ঈদ উদ্‌যাপন উপলক্ষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি প্রচারে সক্রিয় ছিলেন। তাঁরা অংশ নিয়েছেন নানান সামাজিক অনুষ্ঠানে। তাঁদের এ আনুষ্ঠানিক গণসংযোগের সঙ্গে ছিল সাধারণের মধ্যে ভোট আসলে কবে হবে তা নিয়ে নানা আলোচনা, জল্পনাকল্পনা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থীদের ঈদের শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঈদের দীর্ঘ ছুটিতে শহর-বন্দর, গ্রামগঞ্জ, হাটবাজার নির্বিশেষে সর্বত্র চায়ের দোকানে, বন্ধু আড্ডায় ঝড় উঠেছিল নির্বাচনি আলোচনার।

এবারের ঈদে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করেছেন। তাঁরা নির্বাচনি এলাকায় গণসংযোগসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় জনগণের সঙ্গে।

স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি-এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’ তাঁর এ বক্তব্যের বিচার-বিশ্লেষণ ছিল আলোচনার মূল বিষয়।

গতকাল ঠাকুরগাঁওয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন, পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, তাহলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, সেটা করতে হবে। কারণ, এ সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।’