আজতেক সমাজ ও সভ্যতা সম্পর্কে লক্ষ্যণীয় বৈশিষ্ট্যগুলি একনজরে আলোচিত হয়েছে এবং এই অনুসন্ধান থেকে আজতেক সমাজ ও সংস্কৃতির বিস্তৃতি সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি।
কিন্তু শেষ প্রশ্ন হল আজতেক সমাজ ও সভ্যতা আজ কোথায়, কীভাবে দাঁড়িয়ে আছে? খুব সহজ কথায় এর উত্তর হল মায়া জনজাতির মত আজতেকদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে।
ক্লাসিক পর্ব (২০০-৭০০ খ্রিঃ) এর তেওতিহুয়াকান (teotihuacan) ছিল মধ্য মেক্সিকোর মত ছোট সাম্রাজ্যের রাজধানী। এরপর (৭০০-৯০০) থেকে শুরু করে দ্বাদশ শতকে আজতেক সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা এবং এই সঙ্গে একথা মনে রাখা খুব প্রাসঙ্গিক যে আজকের সমাজে মেসোআমেরিকা অঞ্চলের বহু জনজাতির মিশ্রণ ঘটেছিল।
এরকম একটি বহুসংস্কৃতি (Multi-cultural) মিশ্রিত সভ্যতা একটি নিজস্ব বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল।
(চলবে)
ড. সুবীর বন্দ্যোপাধ্যায় 



















