০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ টর্নেডোতে অন্তত ৬ জন নিহত, আহত শতাধিক ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফুং-ওয়ং’-এর আঘাত: কালমাগি’র ধ্বংসের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরাত ও চীনের বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতায় নতুন দিগন্ত মার্ক উড আশ্বাস দিলেন, অস্ট্রেলিয়ান মিডিয়ার কটাক্ষ সত্ত্বেও আত্মবিশ্বাসী ইংল্যান্ড দল তাপ থেরাপিতে রক্তচাপ কমানোর আশার আলো: নতুন গবেষণায় চমকপ্রদ ফলাফল জাকার্তার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে শহর, আহত ৫৫ জন গাজায় বর্জ্য সংকট: দূষণে ডুবে স্বাস্থ্য বিপর্যয় তানজানিয়ায় রক্তে রাঙানো দমন-পীড়ন: এক ভয়াবহ নতুন বাস্তবতা ভারতের অদ্ভুত স্থিতিশীলতা একক জীবন: বৈশ্বিক এককতা বৃদ্ধির কারণ এবং প্রভাব

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৫)

অভয়চরণ দাস (১৮২৮-১৮৯২)

আজ তিনি বিস্মৃত কিন্তু উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ঢাকায় ছিলেন তিনি খ্যাতিমান। বিক্রমপুরের বিখ্যাত দাস পরিবারে জন্ম। সামান্য ইংরেজি শিক্ষা করেছিলেন। তার ভিত্তিতে চাঁটগার কালেকটরিতে কেরাণীর চাকরি পান। বেতন পেতেন ২০ টাকা।

এরপর হন কমিশনারের পি এ, যে পদ বাঙালিদের জন্য ছিল অত্যন্ত প্রভাবশালী পদ। একারণেই বোধ হয় ১৮৬৫ সালে ৩৭ বছর বয়সে ঢাকায় ডেপুটি কালেকটর হয়ে আসেন। এবং অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এ পদেই ছিলেন। ঢাকায় তিনি ব্রাহ্ম সমাজের সঙ্গে জড়িয়ে পড়েন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকার বহু লোকহিতকর কাজে জড়িয়ে পড়েন। তিনি যে সব কাজের সঙ্গে জড়িত ছিলেন তার কয়েকটি উদাহরণ দিলেই তা বোঝা যাবে-

নর্থব্রুক হল নির্মাণ

বাকল্যান্ড বাঁধ নির্মাণ

ঢাকা ব্রাহ্ম সমাজ মন্দির স্থাপন

উয়ারিতে আবাসিক এলাকা স্থাপন

ঢাকায় শবদাহ ঘাট স্থাপন

নারী শিক্ষা আন্দোলন

বহু বিবাহ নিবারণ

সারস্বত সমাজ স্থাপন

ঢাকা- গেয়ালন্দ স্টিমার সার্ভিস প্রচলন

লোনসিংহ পোস্ট অফিস স্থাপন

লোনসিংহ লাইব্রেরি

লোনসিংহ ডিসপেনসারী।’

(চলবে)

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ টর্নেডোতে অন্তত ৬ জন নিহত, আহত শতাধিক

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৫)

০৭:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

অভয়চরণ দাস (১৮২৮-১৮৯২)

আজ তিনি বিস্মৃত কিন্তু উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ঢাকায় ছিলেন তিনি খ্যাতিমান। বিক্রমপুরের বিখ্যাত দাস পরিবারে জন্ম। সামান্য ইংরেজি শিক্ষা করেছিলেন। তার ভিত্তিতে চাঁটগার কালেকটরিতে কেরাণীর চাকরি পান। বেতন পেতেন ২০ টাকা।

এরপর হন কমিশনারের পি এ, যে পদ বাঙালিদের জন্য ছিল অত্যন্ত প্রভাবশালী পদ। একারণেই বোধ হয় ১৮৬৫ সালে ৩৭ বছর বয়সে ঢাকায় ডেপুটি কালেকটর হয়ে আসেন। এবং অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এ পদেই ছিলেন। ঢাকায় তিনি ব্রাহ্ম সমাজের সঙ্গে জড়িয়ে পড়েন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকার বহু লোকহিতকর কাজে জড়িয়ে পড়েন। তিনি যে সব কাজের সঙ্গে জড়িত ছিলেন তার কয়েকটি উদাহরণ দিলেই তা বোঝা যাবে-

নর্থব্রুক হল নির্মাণ

বাকল্যান্ড বাঁধ নির্মাণ

ঢাকা ব্রাহ্ম সমাজ মন্দির স্থাপন

উয়ারিতে আবাসিক এলাকা স্থাপন

ঢাকায় শবদাহ ঘাট স্থাপন

নারী শিক্ষা আন্দোলন

বহু বিবাহ নিবারণ

সারস্বত সমাজ স্থাপন

ঢাকা- গেয়ালন্দ স্টিমার সার্ভিস প্রচলন

লোনসিংহ পোস্ট অফিস স্থাপন

লোনসিংহ লাইব্রেরি

লোনসিংহ ডিসপেনসারী।’

(চলবে)