আজিজুল্লাহ
মুঘল আমলের তৈরি জনপ্রিয় বস্ত্র যা উনিশ শতক পর্যন্ত চালু ছিল। তসর ও তুলার সুতা দিয়ে তৈরি হতো। “কিন্তু এখানে বড় বিস্ময়কর বৈশিষ্ট্য রক্ষা করা হতো যা কমবেশি সমমানের একটি তসরের ও আরেকটি সুতার হতো।”
লিখেছেন হাকিম হাবিবুর, “এই আজিজুল্লাহ একটু সৌন্দর্যপ্রিয় লোকদের কাছে বেশী গ্রহণযোগ্য হলো। এবং হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই পরিধান করতে লাগল কারণ তা অনেক টেকসই ও সুন্দর দেখা যেত।” তিনি নিজেও ছেলেবেলায় এই কাপড় পরেছিলেন।
(চলবে)
পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ১৩)