০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন পাকিস্তানের দুর্ভিক্ষের বছর? প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের আমরণ অনশন ৬৫ ঘণ্টা অতিক্রম, সরকারের নীরবতা অব্যাহত গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই: বিএনপি নেতা আমীর খসরু শাহবাগে শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের পদক্ষেপের পক্ষে ডিএমপি গণভোটের জন্যে সাত দিনের আলটিমেটাম অগ্রহণযোগ্য: সরকারের সমালোচনায় সালাহউদ্দিন শাহবাগে শিক্ষক-পুলিশ সংঘর্ষে আহত ১২০ জন প্রবল বৃষ্টিতে গাবা ম্যাচ বাতিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ জিতল ভারত চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি নৌযান ‘পিএনএস সাইফ’

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩৩)

চোঙ্গার মুখ খুলে ভেতরের জমাট বাঁধা দ্রবণটি পেয়ালা বা পাত্রে ঢেলে দেয়া হতো

কুঞ্জরা

ঢাকায় যারা দেশী ফল বিক্রি করতেন, তাদের বলা হতো কুঞ্জরা। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গা থেকে ফল এনে তারা বিক্রি করতেন। এরা কখনও ফল ছাড়া অন্যকিছু বিক্রি করতেন না। আর কাবুলিওয়ালা বিক্রি করতো আঙুর, আপেল, পেশতা বাদাম প্রভৃতি।

কুলফি বরফ

কুলফি বরফের কথাতো আমরা ভুলেই গেছি। অথচ ছেলেবেলায় সন্ধ্যের পর ঢাকা গলিতে কুলফি বরফঅলার ‘কুলফি বরফ’ ডাক তো এখনও কানে বাজে। এটিও ঢাকার নিজস্ব, যদিও তা পরে কিছু জায়গায় ছড়িয়ে পড়েছিল। সৈয়দ আলী আহসান গত শতকের চল্লিশ দশকের কুলফি বরফের একটি বর্ণনা রেখে গেছেন।

“ঢাকায় আরেকটি জিনিস পাওয়া যেত-কুলফি বরফ। টিনের চোঙ্গার মধ্যে বাদাম ও পেস্তা গুঁড়ো করে চিনি দিয়ে ঘন দুধের একটি দ্রবণ ঢেলে দেয়া হতো। চোঙ্গাটির একদিক ছিল সরু, আরেকদিক বড়, অনেকটা পানের খিলির মতো। দ্রবণটি ঢেলে দিয়ে একটি চাকতি দিয়ে চোঙ্গার মুখ বন্ধ করে দেয়া হতো এবং তার ওপর ময়দার লেই লাগিয়ে দেয়া হতো যাতে খুলে না যায়।

দুধের দ্রবণভর্তি এরকম অনেকগুলো চোঙ্গা একটি বড় হাঁড়িতে লবণ মিশ্রিত বরফের মধ্যে ঢুকিয়ে রাখা হতো। বরফের ঠান্ডায় এগুলো জমে যেত। যখন এগুলো বিক্রি করা হতো, তখন চোঙ্গার মুখ খুলে ভেতরের জমাট বাঁধা দ্রবণটি পেয়ালা বা পাত্রে ঢেলে দেয়া হতো। আইসক্রিমের চাইতে এই মালাই কুলফিটি ছিল বেশি সুস্বাদু। এগুলোর দামও ছিল একটু বেশি। কুলফি বরফ ঢাকার জীবন থেকে প্রায় উঠে গেছে।

এখন দুধের দাম এত বেড়েছে যে, ঘরে দুধ দিয়ে কুলফি তৈরি করলে তার দাম পড়বে অনেক এবং সে দামে কেউ কিনতে চাইবে না। এখন আইসক্রিমের ব্যবহারটা এসেছে প্রবলভাবে। আগেকার দিনের আইসক্রিমে দেশীয় স্বাদ-গন্ধ ছিল। এখনকার আইসক্রিম পাশ্চাত্যের স্বাদ-গন্ধ নিয়ে এসেছে। আমরা অনেক চেষ্টা করলেও পুরনো দিনের স্বাদ-গন্ধ ফিরিয়ে আনতে পারব না।”

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩২)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩২)

জনপ্রিয় সংবাদ

মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩৩)

০৭:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চোঙ্গার মুখ খুলে ভেতরের জমাট বাঁধা দ্রবণটি পেয়ালা বা পাত্রে ঢেলে দেয়া হতো

কুঞ্জরা

ঢাকায় যারা দেশী ফল বিক্রি করতেন, তাদের বলা হতো কুঞ্জরা। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গা থেকে ফল এনে তারা বিক্রি করতেন। এরা কখনও ফল ছাড়া অন্যকিছু বিক্রি করতেন না। আর কাবুলিওয়ালা বিক্রি করতো আঙুর, আপেল, পেশতা বাদাম প্রভৃতি।

কুলফি বরফ

কুলফি বরফের কথাতো আমরা ভুলেই গেছি। অথচ ছেলেবেলায় সন্ধ্যের পর ঢাকা গলিতে কুলফি বরফঅলার ‘কুলফি বরফ’ ডাক তো এখনও কানে বাজে। এটিও ঢাকার নিজস্ব, যদিও তা পরে কিছু জায়গায় ছড়িয়ে পড়েছিল। সৈয়দ আলী আহসান গত শতকের চল্লিশ দশকের কুলফি বরফের একটি বর্ণনা রেখে গেছেন।

“ঢাকায় আরেকটি জিনিস পাওয়া যেত-কুলফি বরফ। টিনের চোঙ্গার মধ্যে বাদাম ও পেস্তা গুঁড়ো করে চিনি দিয়ে ঘন দুধের একটি দ্রবণ ঢেলে দেয়া হতো। চোঙ্গাটির একদিক ছিল সরু, আরেকদিক বড়, অনেকটা পানের খিলির মতো। দ্রবণটি ঢেলে দিয়ে একটি চাকতি দিয়ে চোঙ্গার মুখ বন্ধ করে দেয়া হতো এবং তার ওপর ময়দার লেই লাগিয়ে দেয়া হতো যাতে খুলে না যায়।

দুধের দ্রবণভর্তি এরকম অনেকগুলো চোঙ্গা একটি বড় হাঁড়িতে লবণ মিশ্রিত বরফের মধ্যে ঢুকিয়ে রাখা হতো। বরফের ঠান্ডায় এগুলো জমে যেত। যখন এগুলো বিক্রি করা হতো, তখন চোঙ্গার মুখ খুলে ভেতরের জমাট বাঁধা দ্রবণটি পেয়ালা বা পাত্রে ঢেলে দেয়া হতো। আইসক্রিমের চাইতে এই মালাই কুলফিটি ছিল বেশি সুস্বাদু। এগুলোর দামও ছিল একটু বেশি। কুলফি বরফ ঢাকার জীবন থেকে প্রায় উঠে গেছে।

এখন দুধের দাম এত বেড়েছে যে, ঘরে দুধ দিয়ে কুলফি তৈরি করলে তার দাম পড়বে অনেক এবং সে দামে কেউ কিনতে চাইবে না। এখন আইসক্রিমের ব্যবহারটা এসেছে প্রবলভাবে। আগেকার দিনের আইসক্রিমে দেশীয় স্বাদ-গন্ধ ছিল। এখনকার আইসক্রিম পাশ্চাত্যের স্বাদ-গন্ধ নিয়ে এসেছে। আমরা অনেক চেষ্টা করলেও পুরনো দিনের স্বাদ-গন্ধ ফিরিয়ে আনতে পারব না।”

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩২)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৩২)