গৌরবময় ফলাফল উদ্যাপনে বিশেষ আয়োজন
গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনের উপলক্ষে আজ ১৭ জুলাই বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠান ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব ও অতিথি উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক টিংকি কাঞ্জিলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশম শ্রেণির কো-অর্ডিনেটর ইকবাল হোসেন রাকিব।
অভিনন্দন ও শুভেচ্ছা বক্তব্য
অনুষ্ঠানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বক্তৃতা দেন সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয়, প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমত উল্লাহ এবং কো-অর্ডিনেটর ইকবাল হোসেন রাকিব।
তাঁরা উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
কৃতি শিক্ষার্থীদের বক্তব্য
২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী মৌমিতা জান্নাত মৌ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ। এছাড়াও উত্তীর্ণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লগ্ন রানী সরকার ও ইলমা। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মারিয়া আক্তার ইফতি।
বিশেষ সম্মাননা ও দোয়া মাহফিল
এই সাফল্যের পেছনে বিশেষ অবদানের জন্য দশম শ্রেণির কো-অর্ডিনেটর ইকবাল হোসেন রাকিবকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এই উপহার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি হায়দার সিদ্দিকী উদয়।
শেষে শোকরানা মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।
ফলাফলের সারাংশ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ১২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকলেই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৫৩ জন শিক্ষার্থী পেয়েছে গর্বজনক A+ গ্রেড।