১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে ধস, নিরাপদ আশ্রয়ে দৌড় বিনিয়োগকারীদের স্পেনে মুখোমুখি সংঘর্ষে দুই দ্রুতগতির ট্রেন, নিহত অন্তত একুশ তারেক রহমানের চলন্ত গাড়িতে রহস্যময় খাম, নিরাপত্তা ভেদ করে উধাও বাইকার হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিচার শুরু গাজায় শান্তি উদ্যোগে ভারতের জন্য ট্রাম্পের আমন্ত্রণ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ প্রস্তাবে বিশ্বনেতাদের সতর্ক প্রতিক্রিয়া, জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা লন্ডন থেকে নেতা ফিরেও পরিবর্তন হয়নি, বাড়তি নিরাপত্তার অভিযোগ তাহেরের শেরপুরে পারিবারিক কলহের নির্মম পরিণতি, বাবার হাতে প্রাণ গেল সাত বছরের কন্যার জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচন সফল করতে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের আইসিএমএবি’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি কাওসার আলম

ট্রাম্পের ব্যাপক ফেডারেল ছাঁটাইয়ে অন্তত একটি শিল্প লাভবান হচ্ছে

এই কাজ কেবল চাকরি হারানোর মামলাই সামলায় না। বহু বছর ধরে স্থায়ী সরকারি চাকরিকে জীবনের মূলভিত্তি মনে করে আসা যাঁরা হঠাৎই বিতাড়িত হয়েছেনতাঁদের পাশে দাঁড়াতে গিয়ে আইনজীবীরা কখনও চাকরিখোঁজ উপদেষ্টাকখনও আর্থিক কৌশলবিদআবার কখনও মনোপরামর্শকের ভূমিকা নিতে বাধ্য হচ্ছেন। স্থিতিশীল ফেডারেল চাকরির ওপর গড়ে ওঠা ওয়াশিংটন ডিসি অঞ্চলের কর্মীরা বেসরকারি খাতে নিয়মিত দেখা এমন অস্থিরতার জন্য আদৌ প্রস্তুত নন।

ফেডারেল পর্যায়ে অধিকাংশ বড়-মাপের ছাঁটাই (রিডাকশন-ইন-ফোর্স) এখনও সামনে। তাই আইনজীবীরা যেসব প্রতিক্রিয়া দেখছেনসেগুলোই রাজধানীতে আগাম ধাক্কার চিহ্ন হয়ে দেখা দিচ্ছে। এখনো প্রায় এক লাখ চুয়ান্ন হাজার বিদায়ী কর্মী বিকল্প পদত্যাগ’ পরিকল্পনার আওতায় বেতন পাচ্ছেনকিন্তু এর মেয়াদ আগামী মাসে শেষ হবে।

আমি ভেবেছিলাম মানুষ আরও ক্ষুব্ধ হবেকিন্তু দেখলাম তাদের ভেতরে গভীরগভীর শোক,” বলেন জেসিকা স্যামুয়েলসযিনি আগে বিচার বিভাগে কাজ করতেন এবং agora বেইলির সঙ্গে মিলে স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর এবং জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন থেকে ছাঁটাই হওয়া কর্মীদের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা করছেন। যাঁরা তাঁদের মনপ্রাণ ঢেলে এই পেশায় জীবন কাটিয়েছেনসেই চাকরিগুলো আর থাকবে না— এ ভাবনাতেই তাঁদের অনন্ত শোক।

গত শতকের শেষ ভাগে যেসব অঞ্চলে একসময় সমৃদ্ধ উৎপাদনশিল্প ভেঙে পড়েছিলসেখানে এই বেদনা পরিচিত। ওয়াশিংটন-সহ কিছু শহর যখন সমৃদ্ধ হয়েছেরাস্ট বেল্ট তখন ধুঁকেছেতাই একই দুর্দশায় পড়া মানুষদের জন্য হয়তো খুব বেশি সহানুভূতি মিলবে না।

একদল আবার ভাবছেনআদৌ লড়বেন কি না। অনেকেই বলছেন, ‘আমি কি সত্যিই আমার চাকরিটা ফিরিয়ে আনতে চাই?’— আর এটাই তো শীর্ষস্থানীয়রা চান,” বলেন গ্রিনফিল্ড। তিনি পরামর্শ দেনবিশৃঙ্খল ছাঁটাইয়ের কারণে পুনর্বহালের শক্তিশালী মামলা থাকার সম্ভাবনাই বেশিতাই এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়।

তবু বহুদিন ধরে এ ক্ষেত্রের অভিজ্ঞ র‍্যাপ-টুলি সতর্ক করেনপ্রশাসনকে অদক্ষ বলে ধরে নেওয়া ভুল হবে। কয়েক মাস আগে আমি ভেবেছিলাম দ্রুতভুলে ভরা অজস্র ছাঁটাই দেখব,” তিনি বলেন। তার বদলে দু-দফা বিকল্প পদত্যাগ’ দেখা গেল। বারবার ই-মেইলে জানানো হলো, ‘ছাঁটাই আসছেএখনই পদত্যাগ করুন।’ কিন্তু গোটা ফেডারেল সরকারে প্রকৃত ছাঁটাইয়ের সংখ্যা এখনো কম। এর মানে প্রশাসন জানে— এসব ব্যাপার আদালতে গড়ায়। … ওরা বারবার বলছে ছাঁটাই আসবেঅথচ সব সংস্থায় সেটা হয়নি। বোঝাই যাচ্ছেঅনেক দপ্তর আইনি ঝুঁকি বিবেচনায় নিয়ে ধীরে-সুস্থে এগোচ্ছে।

তাতে বড়-মাপের ছাঁটাই শুরু হলে আইনি লড়াইয়ের ক্ষেত্র থাকবে না— এমন বলা যায় না। প্রক্রিয়াটা ভীষণ জটিল,” র‍্যাপ-টুলি বলেন। নিয়ম মেনে করলেও ভুল করার অনেক সুযোগ থেকেই যায়।

জনপ্রিয় সংবাদ

শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে ধস, নিরাপদ আশ্রয়ে দৌড় বিনিয়োগকারীদের

ট্রাম্পের ব্যাপক ফেডারেল ছাঁটাইয়ে অন্তত একটি শিল্প লাভবান হচ্ছে

০৮:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

এই কাজ কেবল চাকরি হারানোর মামলাই সামলায় না। বহু বছর ধরে স্থায়ী সরকারি চাকরিকে জীবনের মূলভিত্তি মনে করে আসা যাঁরা হঠাৎই বিতাড়িত হয়েছেনতাঁদের পাশে দাঁড়াতে গিয়ে আইনজীবীরা কখনও চাকরিখোঁজ উপদেষ্টাকখনও আর্থিক কৌশলবিদআবার কখনও মনোপরামর্শকের ভূমিকা নিতে বাধ্য হচ্ছেন। স্থিতিশীল ফেডারেল চাকরির ওপর গড়ে ওঠা ওয়াশিংটন ডিসি অঞ্চলের কর্মীরা বেসরকারি খাতে নিয়মিত দেখা এমন অস্থিরতার জন্য আদৌ প্রস্তুত নন।

ফেডারেল পর্যায়ে অধিকাংশ বড়-মাপের ছাঁটাই (রিডাকশন-ইন-ফোর্স) এখনও সামনে। তাই আইনজীবীরা যেসব প্রতিক্রিয়া দেখছেনসেগুলোই রাজধানীতে আগাম ধাক্কার চিহ্ন হয়ে দেখা দিচ্ছে। এখনো প্রায় এক লাখ চুয়ান্ন হাজার বিদায়ী কর্মী বিকল্প পদত্যাগ’ পরিকল্পনার আওতায় বেতন পাচ্ছেনকিন্তু এর মেয়াদ আগামী মাসে শেষ হবে।

আমি ভেবেছিলাম মানুষ আরও ক্ষুব্ধ হবেকিন্তু দেখলাম তাদের ভেতরে গভীরগভীর শোক,” বলেন জেসিকা স্যামুয়েলসযিনি আগে বিচার বিভাগে কাজ করতেন এবং agora বেইলির সঙ্গে মিলে স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর এবং জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন থেকে ছাঁটাই হওয়া কর্মীদের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা করছেন। যাঁরা তাঁদের মনপ্রাণ ঢেলে এই পেশায় জীবন কাটিয়েছেনসেই চাকরিগুলো আর থাকবে না— এ ভাবনাতেই তাঁদের অনন্ত শোক।

গত শতকের শেষ ভাগে যেসব অঞ্চলে একসময় সমৃদ্ধ উৎপাদনশিল্প ভেঙে পড়েছিলসেখানে এই বেদনা পরিচিত। ওয়াশিংটন-সহ কিছু শহর যখন সমৃদ্ধ হয়েছেরাস্ট বেল্ট তখন ধুঁকেছেতাই একই দুর্দশায় পড়া মানুষদের জন্য হয়তো খুব বেশি সহানুভূতি মিলবে না।

একদল আবার ভাবছেনআদৌ লড়বেন কি না। অনেকেই বলছেন, ‘আমি কি সত্যিই আমার চাকরিটা ফিরিয়ে আনতে চাই?’— আর এটাই তো শীর্ষস্থানীয়রা চান,” বলেন গ্রিনফিল্ড। তিনি পরামর্শ দেনবিশৃঙ্খল ছাঁটাইয়ের কারণে পুনর্বহালের শক্তিশালী মামলা থাকার সম্ভাবনাই বেশিতাই এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়।

তবু বহুদিন ধরে এ ক্ষেত্রের অভিজ্ঞ র‍্যাপ-টুলি সতর্ক করেনপ্রশাসনকে অদক্ষ বলে ধরে নেওয়া ভুল হবে। কয়েক মাস আগে আমি ভেবেছিলাম দ্রুতভুলে ভরা অজস্র ছাঁটাই দেখব,” তিনি বলেন। তার বদলে দু-দফা বিকল্প পদত্যাগ’ দেখা গেল। বারবার ই-মেইলে জানানো হলো, ‘ছাঁটাই আসছেএখনই পদত্যাগ করুন।’ কিন্তু গোটা ফেডারেল সরকারে প্রকৃত ছাঁটাইয়ের সংখ্যা এখনো কম। এর মানে প্রশাসন জানে— এসব ব্যাপার আদালতে গড়ায়। … ওরা বারবার বলছে ছাঁটাই আসবেঅথচ সব সংস্থায় সেটা হয়নি। বোঝাই যাচ্ছেঅনেক দপ্তর আইনি ঝুঁকি বিবেচনায় নিয়ে ধীরে-সুস্থে এগোচ্ছে।

তাতে বড়-মাপের ছাঁটাই শুরু হলে আইনি লড়াইয়ের ক্ষেত্র থাকবে না— এমন বলা যায় না। প্রক্রিয়াটা ভীষণ জটিল,” র‍্যাপ-টুলি বলেন। নিয়ম মেনে করলেও ভুল করার অনেক সুযোগ থেকেই যায়।