সমকালের একটি শিরোনাম “আশুলিয়া ৬ হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন “
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-২ আসামিদের অব্যহতের আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো।
এদিন এই মামলার এক আসামি এস আই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন দেন। ট্রাইবুনাল তাকে লিখিতভাবে বেলা ২টার মধ্যে আবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিন উপস্থিত আট আসামিদের আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়। ট্রাইবুনাল তাদের কাছে জানতে চান এই ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা জবাবে সাতজন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। একজন আসামি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন দেন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।
আজকের পত্রিকার একটি শিরোনাম “অবৈধ পদক্ষেপের অভিযোগে আইসিসির ৪ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা”
আবারও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে ‘অবৈধ পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কানাডার বিচারক কিম্বারলি প্রস্ট, ফ্রান্সের বিচারক নিকোলা জিউ, ফিজির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান এবং সেনেগালের মামে মানদিয়ায় নিয়াং। এর ফলে যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পদ বা আর্থিক লেনদেন থাকলে তা জব্দ হয়ে যাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কিম্বারলির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগে। ফরাসি বিচারক জিউয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি অনুমোদন করেছেন। অপর দুই ডেপুটি প্রসিকিউটরকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ‘অবৈধ পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করেছেন। আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনের অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসা চর্চার হাতিয়ার হয়ে উঠেছে বলেও অভিযোগ তোলেন তিনি।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে আদালত বলেছে, ‘এ ধরনের নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর প্রকাশ্য আক্রমণ।’ একই সঙ্গে এ পদক্ষেপকে ‘নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার অবমাননা এবং সারা বিশ্বের লাখো নিরপরাধ ভুক্তভোগীর প্রতি অবজ্ঞা’ বলেও নিন্দা জানিয়েছে আইসিসি।
বণিকবার্তার একটি শিরোনাম “বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানোর বিষয়ে অবগত নয় ভারত সরকার”
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে ভারত। তারা বলেছে, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সে দেশের সরকার।
দিল্লিতে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা বিবৃতি সম্পর্কে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারতে আওয়ামী লীগের সদস্যদের মাধ্যমে বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি তাই ভিত্তিহীন।’
বাংলাদেশে দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিতের জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ দিল্লি ও কলকাতায় অফিস তৈরির খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে। আওয়ামী লীগের নেতারা ভারত থেকে দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
মানবজমিনের একটি শিরোন “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ”
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সারাক্ষণ ডেস্ক 



















