ছয় দিনের সরকারি সফরে রওনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছয় দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উচ্চপর্যায়ের বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে সামরিক সম্পর্ক ও ‘সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের’ বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া উভয় দেশের প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করবেন তিনি।
সফরের সময়সূচি ও প্রত্যাবর্তন
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।
সেনাপ্রধানের চীন সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উদ্যোগ
-
সারাক্ষণ রিপোর্ট - ০২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- 68
জনপ্রিয় সংবাদ




















