পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী জানিয়েছে, এ প্রক্রিয়ার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সোমবার দুপুরে ঢাকার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক অভিযানের পরিচালক কর্নেল স্টাফ মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্কতা
সাংবাদিকদের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব এবং ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই ডাকসু নির্বাচনে। এ বিষয়টি ইতিমধ্যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) স্পষ্ট করেছে। তা সত্ত্বেও কিছু মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে, তবে তারা এ থেকে খুব বেশি সুবিধা নিতে পারবে না।
নির্বাচন নিয়ে শুভকামনা
তিনি আরও বলেন, সেনাবাহিনী অংশগ্রহণকারী সব প্রার্থীর মঙ্গল কামনা করে। আশা করা হচ্ছে, নির্বাচন সুস্থ পরিবেশে সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















