ও শরৎ নৈঃশব্দ্যের এমন দিনে মানুষ ভুলে গ্যাছে
জীবনের রং! ঘাস ও জিহ্বার কারুকাজ।এত মৃত্যু
এত অবিশ্বাস দেখিনি আগে!হৃদয়জুড়ে এত জলের
কাতরতা!এত অন্ধকার কে মুছে দেবে?কার জন্মের
ইতিহাস নিয়ে কে ভাবে?ঘুমের ভেতরে পরবাস,নীল
ক্যানভাস একখণ্ড মেঘের ক্যাকটাস।অনর্গল কথার
কোনো মূল্য থাকে না!নির্জীব মৃত্যুর মত মনে হয়!
ঝরনা ও ফুলের দেশে ক্লিষ্ট ঘোড়ার আর্তনাদ দৈব
বাণী না অদৃষ্ট?দিকভ্রান্ত হয়ে যারা পথ হারিয়েছে
তাদের নিঃশ্বাস তাদের চোখের জ্যোতি অচেনা
নাবিকের মত।শরৎ হাওয়ায় ভেসে যাচ্ছে প্রেম
ক্রন্দন চিত্রকলা চিন্তার জগৎ। আমরা বেঁচে আছি
যে যার মত!কোনো অশ্বারোহীর গান আমাকে মুগ্ধ
করে না এখন। অলিভের ছায়ায় মাতৃভূমির স্মৃতির
ভেতরে জোনাকির আলোয় যারা বেঁচে আছে তারা
কী অচেনা কেউ?তারা আমাদের স্বজন সবুজ পাতার
মত রক্তের রঙের মত আলো-ছায়ার মায়ায় জড়ানো
উদ্ভিদ। ও শরৎ প্রতিহিংসার গুঞ্জন নয় দাও প্রবহমান
নদী, অরণ্য,মাটি ও অন্তহীন বৈষম্যহীন জলের গান।
সুহিতা সুলতানা 



















