খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেছেন।
রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সংবর্ধনায় রাষ্ট্রপতি খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।
তথ্য জানালেন রাষ্ট্রপতির কার্যালয়
রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ সচিবের একান্ত সচিব শাব্বির আহমেদ আকুঞ্জি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
উপস্থিত বিশিষ্টজনরা
সংবর্ধনা অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সারাক্ষণ রিপোর্ট 



















