রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে এক নির্মাণশ্রমিক নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের বাবা হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের তথ্য
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তূজা জানান, বৃহস্পতিবার ভোরে নিহতের বাবা আলী আকবর মজুমদার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
যেভাবে প্রাণ হারান সিয়াম
নিহত ব্যক্তির নাম সিয়াম মজুমদার (৩০)। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক। বুধবার সন্ধ্যায় মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ গেটের কাছে রাস্তায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় ককটেলটি সিয়ামের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
হাতিরঝিল থানার অপারেশনস ইন্সপেক্টর মো. মহিউদ্দিন বলেন, ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলটি সরাসরি রাস্তায় থাকা সিয়ামের মাথায় লাগে। বিস্ফোরণের তীব্রতায় তিনি সঙ্গে সঙ্গে মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সারাক্ষণ রিপোর্ট 


















