বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ
সিলেট নগরীর মানুষ মারাত্মক বিদ্যুৎ সংকটে পড়েছে। বুধবার থেকে বারবার লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে জনজীবন চরম কষ্টকর হয়ে উঠেছে। সন্ধ্যায় বড় অংশ অন্ধকারে ডুবে যাওয়ায় মানুষ নিত্যদিনের কাজকর্মে বিপাকে পড়ছে।
বিদ্যুৎকেন্দ্র বিকল, জাতীয় গ্রিডে ঘাটতি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে গিয়ে সিলেটসহ বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং হচ্ছে। তবে কর্মকর্তারা আশা করছেন, দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে
বিপিডিবি কর্মকর্তাদের মতে, জাতীয় গ্রিডে সরবরাহ কম থাকায় দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্রিড থেকে সরবরাহ বাড়লে সংকট কিছুটা লাঘব হতে পারে।
চাহিদা ও সরবরাহের হিসাব
বর্তমানে সিলেট নগরীতে বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটের বেশি। অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫.৩০ মেগাওয়াট। এই ঘাটতির কারণে প্রতিদিনই বারবার লোডশেডিং করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বিপিডিবির সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কারণ সরবরাহ সীমিত।

উপকেন্দ্রে সরবরাহের অবস্থা
মঙ্গলবার অ্যাম্বারখানা উপকেন্দ্র পেয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাট উপকেন্দ্র পেয়েছে ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরা উপকেন্দ্র পেয়েছে মাত্র ৩.৩ মেগাওয়াট।
কর্মকর্তাদের মন্তব্য
আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সীমিত বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নগরীর চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। কতদিন এ পরিস্থিতি চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ শুরু হলে সংকট দূর হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















