০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৪০)

কাহিনী বা উপন্যাসে এরূপ ভয়ানক কাণ্ড কেহ কখন শুনে নাই বলিয়া অনুমান হয়। হায়, দেবীসিংহ। যেরূপ অত্যাচারে তুমি সমগ্র উত্তরবঙ্গ প্রপীড়িত করিয়াছ, শত শত জমিদার ও প্রজার সর্ব্বনাশ করিয়াছ, পিতাপুত্রের, স্বামিন্ত্রীর সম্বন্ধ ঘুচাইয়াছ, কুমারীর কৌমার্য্য, পত্নীর পবিত্রতা বিসর্জন করাইয়াছ, ব্রাহ্মণের জাতি-নাশ ও মানীর সম্মান নষ্ট করিয়াছ, না জানি তোমার জন্য কোন নরক প্রস্তুত হইয়াছে। যত প্রকার নরকের বর্ণনা দেখিতে পাওয়া যায়, আমাদের বোধ হয়, সকল প্রকার নরকের ভিন্ন ভিন্ন উপকরণ লইয়া, তোমার জন্য নূতন নরকের সৃষ্টি হইয়া থাকিবে।

অনন্তকোটি মহা-রৌরবে অনন্তকাল থাকিলেও তোমার পাপের প্রায়শ্চিত্ত হয় না। জানিনা, কতদিনে ভারতবর্ষ হইতে তোমার নাম বিলুপ্ত হইয়া সেই নবনির্মিত মহানরক উজ্জল করিয়া রাখিবে। এই সমস্ত ভীষণ অত্যাচারের অভিনয় করিয়াও যখন প্রজাদের নিকট হইতে আপনার আশানুযায়ী, আকাঙ্ক্ষানুযায়ী অর্থপ্রাপ্তির কিছু-মাত্র সম্ভাবনা হইল না, তখন দেবীসিংহ রাজস্বসংগ্রহের সুবিধা হইবে বিবেচনা করিয়া, ক্রমান্বয়ে নিজ দেওয়ান বা রাজস্বসংগ্রাহকের পদ পরিবর্তন করিতে লাগিলেন। ১১৮৮ সালে কৃষ্ণপ্রসাদ নামে একব্যক্তি দেওয়ান নিযুক্ত হইলেন।

উক্ত বৎসরের ভাদ্রমাসে তাঁহাকে বিতাড়িত করিয়া হররামকে নিযুক্ত করা হয়। ১১৮৯ সালের আষাঢ় মাসে হররাম কার্য্যে ইস্তফা দেওয়ায়, সূর্য্যনারায়ণ তাহার পদ অধিকার করেন। অগ্র-হায়ণ মাসে দেবী সিংহের ভ্রাতা বাহাদুর সিংহ মুর্শিদাবাদ হইতে গমন করিয়া সমস্ত রাজস্বসংক্রান্ত বিষয়ের তত্ত্বাবধানের ভারগ্রহণ করেন। সূর্য্যনারায়ণ দেওয়ানরূপে কার্য্য করিতে থাকে। এই সমস্ত ভিন্ন ভিন্ন লোকের হস্তে পড়িয়া প্রজাগণ যৎপরোনাস্তি কষ্টভোগ করিতে লাগিল। যিনি যখনই দেওয়ান নিযুক্ত হন, তিনি অমনি নিজ ক্ষমতার পরিচয় দিবার জর নূতন নূতন।

কর বসাইতে আরম্ভ করেন। কোন কোন সময়ে, ভূমির প্রকৃত রাজস্ব ব্যতীত অতিরিক্ত কর ও বাঁটা প্রভৃতির জন্য প্রজাদিগকে তি টাকায় অতিরিক্ত আর্ট আনা পর্যন্ত দিতে বাধ্য করা হইয়াছিল। যখন এইরূপ করবৃদ্ধির অত্যাচারের সহিত প্রজাদিগের স্ত্রী, পুত্র পরিবারের প্রতি ভীষণ পাশবিক অত্যাচারের স্রোত’ প্রবাহিত হইতে লাগিল, যখন প্রজাগণ আরণ্য পশুর ন্যায় দলে দলে, বনে বনে ভ্রমণ করিয়াও অত্যাচারের হস্ত হইতে নিষ্কৃতি পাইল না, আপনাদিগের সম্মুখে দিন দিন স্ত্রীকন্যার পবিত্রতা অপহৃত এবং অগ্নিমুখে আপনাদের কুটারগুলি ভস্মীভূত হইতে দেখিতে লাগিল, তখন তাহারা স্থির থাকিতে পারিল না।

 

 

 

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৪০)

১১:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কাহিনী বা উপন্যাসে এরূপ ভয়ানক কাণ্ড কেহ কখন শুনে নাই বলিয়া অনুমান হয়। হায়, দেবীসিংহ। যেরূপ অত্যাচারে তুমি সমগ্র উত্তরবঙ্গ প্রপীড়িত করিয়াছ, শত শত জমিদার ও প্রজার সর্ব্বনাশ করিয়াছ, পিতাপুত্রের, স্বামিন্ত্রীর সম্বন্ধ ঘুচাইয়াছ, কুমারীর কৌমার্য্য, পত্নীর পবিত্রতা বিসর্জন করাইয়াছ, ব্রাহ্মণের জাতি-নাশ ও মানীর সম্মান নষ্ট করিয়াছ, না জানি তোমার জন্য কোন নরক প্রস্তুত হইয়াছে। যত প্রকার নরকের বর্ণনা দেখিতে পাওয়া যায়, আমাদের বোধ হয়, সকল প্রকার নরকের ভিন্ন ভিন্ন উপকরণ লইয়া, তোমার জন্য নূতন নরকের সৃষ্টি হইয়া থাকিবে।

অনন্তকোটি মহা-রৌরবে অনন্তকাল থাকিলেও তোমার পাপের প্রায়শ্চিত্ত হয় না। জানিনা, কতদিনে ভারতবর্ষ হইতে তোমার নাম বিলুপ্ত হইয়া সেই নবনির্মিত মহানরক উজ্জল করিয়া রাখিবে। এই সমস্ত ভীষণ অত্যাচারের অভিনয় করিয়াও যখন প্রজাদের নিকট হইতে আপনার আশানুযায়ী, আকাঙ্ক্ষানুযায়ী অর্থপ্রাপ্তির কিছু-মাত্র সম্ভাবনা হইল না, তখন দেবীসিংহ রাজস্বসংগ্রহের সুবিধা হইবে বিবেচনা করিয়া, ক্রমান্বয়ে নিজ দেওয়ান বা রাজস্বসংগ্রাহকের পদ পরিবর্তন করিতে লাগিলেন। ১১৮৮ সালে কৃষ্ণপ্রসাদ নামে একব্যক্তি দেওয়ান নিযুক্ত হইলেন।

উক্ত বৎসরের ভাদ্রমাসে তাঁহাকে বিতাড়িত করিয়া হররামকে নিযুক্ত করা হয়। ১১৮৯ সালের আষাঢ় মাসে হররাম কার্য্যে ইস্তফা দেওয়ায়, সূর্য্যনারায়ণ তাহার পদ অধিকার করেন। অগ্র-হায়ণ মাসে দেবী সিংহের ভ্রাতা বাহাদুর সিংহ মুর্শিদাবাদ হইতে গমন করিয়া সমস্ত রাজস্বসংক্রান্ত বিষয়ের তত্ত্বাবধানের ভারগ্রহণ করেন। সূর্য্যনারায়ণ দেওয়ানরূপে কার্য্য করিতে থাকে। এই সমস্ত ভিন্ন ভিন্ন লোকের হস্তে পড়িয়া প্রজাগণ যৎপরোনাস্তি কষ্টভোগ করিতে লাগিল। যিনি যখনই দেওয়ান নিযুক্ত হন, তিনি অমনি নিজ ক্ষমতার পরিচয় দিবার জর নূতন নূতন।

কর বসাইতে আরম্ভ করেন। কোন কোন সময়ে, ভূমির প্রকৃত রাজস্ব ব্যতীত অতিরিক্ত কর ও বাঁটা প্রভৃতির জন্য প্রজাদিগকে তি টাকায় অতিরিক্ত আর্ট আনা পর্যন্ত দিতে বাধ্য করা হইয়াছিল। যখন এইরূপ করবৃদ্ধির অত্যাচারের সহিত প্রজাদিগের স্ত্রী, পুত্র পরিবারের প্রতি ভীষণ পাশবিক অত্যাচারের স্রোত’ প্রবাহিত হইতে লাগিল, যখন প্রজাগণ আরণ্য পশুর ন্যায় দলে দলে, বনে বনে ভ্রমণ করিয়াও অত্যাচারের হস্ত হইতে নিষ্কৃতি পাইল না, আপনাদিগের সম্মুখে দিন দিন স্ত্রীকন্যার পবিত্রতা অপহৃত এবং অগ্নিমুখে আপনাদের কুটারগুলি ভস্মীভূত হইতে দেখিতে লাগিল, তখন তাহারা স্থির থাকিতে পারিল না।