উত্তেজনার নতুন ধাপ
চীনের সাদার্ন থিয়েটার কমান্ড দক্ষিণ চীন সাগরে ‘রুটিন’ টহল চালিয়ে ফিলিপাইন্সকে উস্কানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। ম্যানিলার ইইজেডে যুক্তরাষ্ট্র–জাপান–ফিলিপাইন্সের সামরিক মহড়ার পরেই এই বার্তা।

ম্যানিলার সমীকরণ
ফিলিপাইন্স জোটকেই শক্তি হিসেবে ব্যবহার করছে। তবে ঘন ঘন অপারেশন বাড়লে সংঘর্ষ ও ভুল হিসাবের ঝুঁকিও বাড়ে।

বাণিজ্যের প্রভাব
এই সাগরপথে বিশ্ব বাণিজ্যের বড় অংশ চলে। যেকোনো বাধা জ্বালানি প্রবাহ ও দামের উপর চাপ বাড়াবে—যার প্রভাব বাংলাদেশেও পড়বে।
সারাক্ষণ রিপোর্ট 



















