সহিংস সপ্তাহ
দেশজুড়ে বিক্ষোভে অগ্নিসংযোগ ও সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত, আহত ২,১০০-এর বেশি। কয়েক দশকের মধ্যে এটি নেপালের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা।

রাজনৈতিক ভূমিকম্প
সংকট বাড়ায় প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের বিনা খরচে চিকিৎসার ঘোষণা এসেছে।
ক্ষোভের কারণ
দীর্ঘদিনের কেলেঙ্কারি, জবাবদিহির অভাব ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি—সব মিলিয়ে জনরোষ দাউদাউ করে জ্বলে ওঠে। সাম্প্রতিক গ্রেপ্তার ও অভিযোগগুলোতে আগুনে ঘি পড়ে।

সামনে কী
সুপ্রিম কোর্ট ও সংসদ ভবনসহ ক্ষতিগ্রস্ত স্থাপনার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সংস্কার না এলে নির্বাচনের আগেই আবার সহিংসতা ছড়াতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 



















