লক্ষ্য ঘোষণা আসন্ন
ক্যানবেরা ২০৩৫ সালের নির্গমন লক্ষ্য ঘোষণা করতে চলেছে। সরকার বলছে—লক্ষ্য হবে “দৃঢ় ও বাস্তবসম্মত।”

বোর্ডরুম বনাম জলবায়ু পক্ষ
বড় ব্যবসায়ী সংগঠনগুলোর আশঙ্কা, ৭০%-এর বেশি লক্ষ্য খরচ বাড়াতে পারে। জলবায়ু সংগঠনগুলো বলছে—বৈজ্ঞানিক হিসাব ও প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের প্রত্যাশা মিলিয়ে অন্তত ৭৫% প্রয়োজন।
বিনিয়োগের সংকেত
যে লক্ষ্যই আসুক, হাইড্রোজেন, ট্রান্সমিশন ও স্টোরেজে স্পষ্ট রূপরেখা বিনিয়োগ “আনলক” করবে। সেক্টরভিত্তিক পরিকল্পনা ছাড়া টার্গেট বিশ্বাসযোগ্য হবে না—এমনটাই বিশ্লেষকদের মত।

আঞ্চলিক প্রভাব
অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত এশিয়ার জ্বালানি বাণিজ্যে প্রভাব ফেলবে। উচ্চ লক্ষ্য এলএনজি চুক্তি ও ক্লিন-টেক সরবরাহ শৃঙ্খলে পুনর্বিন্যাস আনতে পারে—যার প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়বে।
সারাক্ষণ রিপোর্ট 



















