যে কোনও সামরিক অপারেশনের জন্য আরও প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা ও উদ্ভাবনের ওপরে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সোমবার কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলির কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধন করেন।
সামরিক বাহিনীতে ২০২৫ সালটিকে যেভাবে ‘সংস্কারের বছর’ হিসাবে পালন করা হচ্ছে, সেই সূত্র ধরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মি. মোদী নির্দেশ দিয়েছেন যে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের মাধ্যমেই ভবিষ্যতে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘অপারেশন সিন্দুর’ এর পরে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতেও সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে মি. মোদীকে ব্রিফ করেন সামরিক কর্মকর্তারা।
নতুন প্রযুক্তি আর সমর কৌশলের ভিত্তিতে ভবিষ্যতে কীভাবে যুদ্ধ লড়বে, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সামরিক কমান্ডাররা।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে এই অনুষ্ঠানে ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন ২০৪৭’ শীর্ষক একটি নথিও প্রকাশ করা হয়।
সামরিক কমান্ডারদের এই দ্বিবার্ষিক সম্মেলন সোমবার শুরু হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দফতর – কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নাম এখন ‘বিজয় দুর্গ’। তিনদিনের এই সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ – জেনারেল অনিল চৌহান।
‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’-এ দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর-কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশনস সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন।
বিবিসি নিউজ বাংলা
Sarakhon Report 



















