চক্রের ঘেরাটোপে যে ডোবে সে ডুবতে
ডুবতে ভাসিয়ে দেয় চারদিক। ডানাহীন
উড়াউড়িতে যে ওড়ে সে নিজেই জালের
গ্রন্থির সাথে ক্ষত বিক্ষত হতে থাকে। এ
নির্ঘাত ছকহীন ঘুমের যাতনা।যাকে তুমি
বিশ্বাস করে ভালোবেসে সংজ্ঞায়িত করে
কাছে বসালে সেখানেও প্রশ্ন ছোবল তুলে
ফণা হয়ে তোমার নাকের ডগায় দুলতে
দুলতে এক হাত দেখিয়ে ছাড়ে!বোঝো
এবার ভুবনডাঙা কতদূর!পথে প্রান্তরে
দৃষ্টিও ছুটে চলে নিজস্ব নিয়মে। ঠোঁটের
কিনারে বাঁকা হাসি ঝুলিয়ে যে রুচির গল্প
সাজাতে চায় সে নগরের কতটুকু বোঝে?
যেরকম দুনিয়া ভাবো সেরকম নন্দিনী
কোথায় পাবে তুমি? নাগরিক জীবন মানে
ছকযুক্ত সব সবকিছু।একদা বেহিসেবী
জীবনে কবিও ট্রামের আলতো ছোঁয়ায়
জীবন বোঝেনি!অভাবিত ভাবেই মায়া
মরীচিকা হয়ে দুরাচারী হয়ে যায়। মধ্য
প্রহরে মন জ্বলে ধিকি ধিকি ক্রন্দনের
জলে ভেসে যায় অতিবৃষ্টির দহন। তৃষ্ণা
ও ক্ষমতার মগ্নতা মৎস শিকারীর স্বপ্নের
ভেতরে বিদ্যুৎ খেলে যায়।যথারীতি সময়
ও মুহূর্তসমূহ ছুটে চলে গন্তব্যহীন …