কখনও ভর দুপুরে সন্ধ্যা নামে-
গভীর হয় অন্ধকার-
তখন সবাইকে শিশু হতে হয়-
ভূতেরা তখন অনেক নৃত্য দেখায়।
ভূতেরা কেন এত এত নৃত্য পটু হয়?
ওদের আসলে কোনো শরীর নেই বলে ?
না ভূত নেই বলেই- শুধু ভূতের নৃত্য!
এই সব দিনরাত্রি-
মানুষের শরীরকে
কী দেয়, জানেকি মানুষ-
মানুষের মনে তখন জরা নামে।
তবুও মানুষ বহতা নদী-
বাঁক ফেরে বৃহৎ অজগরের মতো
যেমন করে নদী বাঁক ফেরে-
তখন ভূতেরা কোথায় থাকে?
তবুও ভূতের নৃত্য পৃথিবীর
ইতিহাসের সত্য-
সত্য মানুষের দীর্ঘ পদযাত্রায় বার বার।