সারাক্ষণ ডেস্ক
গত সোমবার ফিলিপিন্স ও আমেরিকার ৩৯ তম সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এই নৌ ও ভূমি মহড়ায় মূলত যা করা হয় তা ছিলো, কীভাবে একটি শত্রু জাহাজকে ডুবাতে হবে বা অধিকৃত কোন অঞ্চল দখল করতে হবে।

ফিলিপিন্সের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে দুই দেশ এ মহড়া দেয়।
বাস্তবে এ মহড়া ছিলো একটি বৃহদকার মহড়া। দুই পক্ষের মোট ১৬ হাজার ৭’শ সদস্য এ মহড়ায় অংশ নেয়।
Sarakhon Report 



















