রংপুরের পীরগঞ্জে একটি ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার বিবরণ
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার সোনাকন্দর কালার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ারি বেগম নামে এক নারী তার স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে কয়েকজন প্রতিবেশীসহ পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ইটবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান।

নিহত ও আহতদের পরিচয়
নিহতদের মধ্যে রয়েছেন গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (বয়স ৬০) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর গ্রামের সোলায়মান (বয়স ৭০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে সোলায়মানকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পদক্ষেপ
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রাক্টরচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ভারী যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
#t
রংপুর দুর্ঘটনা, পীরগঞ্জ সড়কদুর্ঘটনা, ট্রাক্টর অটোভ্যান সংঘর্ষ, নিহত দুই, সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















