সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন ১ কোটি ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে।
অভিযানের বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার প্রাতাপুর, শ্রীপুর, তামাবিল, বিচনাকান্দি, কলাইরাগ ও বাংলাবাজার সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালায়। এসব অভিযানে বিভিন্ন ভারতীয় পণ্যসহ একাধিক চোরাচালান সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যসমূহ
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—অবৈধ শাড়ি, ফুচকা, জিরা, গরু, বডি লোশন, টমেটো, কম্বল, পেঁয়াজ, বিড়ি, আপেল, অলিভ অয়েল, সাবান, চিনি, কমলা, আদা, কাঁচা হলুদ ও মদ। এছাড়া একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে যা এসব পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

আহত বিজিবি সদস্যকে ঢাকায় স্থানান্তর
অভিযান চলাকালে আহত এক বিজিবি সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
বিজিবির বক্তব্য
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজমুল হক জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, “জব্দ করা সব পণ্য যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
#বিজিবি #সিলেট #চোরাচালান #সীমান্তঅভিযান #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















