বগুড়ার উত্তর চেলোপাড়া এলাকায় মাদক ব্যবসা ও এলাকা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই দলের মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গুজব ছড়িয়ে পড়ায় পরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষের সূত্রপাত
বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল চারটার মধ্যে বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চেলোপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, নরুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে মাদকপাচার ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

ধারালো অস্ত্রে হামলা
বৃহস্পতিবার দুপুরে নরুলী এলাকার কয়েকজন যুবক বোততলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রবিন (২৫) নামের এক যুবকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুজবের পর পাল্টা হামলা
এরপর গুজব ছড়িয়ে পড়ে যে আহতদের মধ্যে দুজন মারা গেছেন। এই খবরে ক্ষুব্ধ হয়ে প্রায় একশ জন সান্ধার পট্টির লোক নরুলী এলাকায় হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে ভাঙচুর চালায় এবং অন্তত ত্রিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত করে। চারটি বাড়ির বিশটি কক্ষ ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ও লুটপাট চলে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, “দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।”

পুলিশের উপস্থিতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণ
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বশির বলেন, “অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।
# বগুড়া, সংঘর্ষ, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ, পুলিশ, ফায়ার সার্ভিস, সহিংসতা, সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















