নিরাপত্তাহীনতায় আতঙ্কিত শহীদ পরিবার
জুলাই শহীদদের পরিবারগুলো জানিয়েছে, তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছেন। যেসব আদর্শ ও লক্ষ্য পূরণের জন্য তাঁদের প্রিয়জনরা জীবন উৎসর্গ করেছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি। রবিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁরা অবহেলা ও অপমানের শিকার হচ্ছেন, অথচ কেউ তাঁদের পাশে দাঁড়াচ্ছে না।

পরিবারগুলোর ক্ষোভ ও দাবি
১০ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে জানায়, তাঁদের সমস্যাগুলো বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাঁদের বক্তব্য অনুযায়ী, “অদৃশ্য বাধা” তাঁদের কণ্ঠ রুদ্ধ করে রাখছে। পরিবারগুলো জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এবং তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি তুলেছে।
কমিশনের প্রতিক্রিয়া ও আশ্বাস
কমিশনের সদস্যরা জানান, জুলাই ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করছে বলে তাঁদের ধারণা ছিল, কিন্তু পরিবারগুলোর চলমান বঞ্চনা ও অব্যবস্থার বিষয়টি তাঁরা জানতেন না। তাঁরা আশ্বাস দেন, বৈঠকে উত্থাপিত সব অভিযোগ ও দাবি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব
পরিবারগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়ার পর, কমিশন জানায় যে এ সাক্ষাৎ বাস্তবায়নে তারা সহযোগিতা করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের উপ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোনির হায়দার।
#জুলাইশহীদ #শহীদপরিবার #নিরাপত্তাহীনতা #জাতীয়ঐকমত্যকমিশন #সুরক্ষারদাবি #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















