সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা নয় ঘণ্টা ধরে চলা সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিটি বিশ্ববিদ্যালয়কে চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।
নয় ঘণ্টার সংঘর্ষে ভাঙচুর ও যান চলাচল বন্ধ
সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা সংঘর্ষে সিটি বিশ্ববিদ্যালয়ের ভবন, গাড়ি ও অন্যান্য স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের কারণে মিরপুর-বিরুলিয়া ও খাগান-আশুলিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
রোববার রাতে ঘটনার সূত্রপাত
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে সাভারের খাগান এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে একটি ছাত্রাবাসের সামনে দিয়ে হাঁটার সময় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর থুথু ভুলবশত পড়লে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও উত্তেজনা দ্রুত দুই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
রাতভর উত্তেজনা ও পাল্টা হামলা
ঘটনা মীমাংসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের একাধিক বৈঠক হলেও তা ব্যর্থ হয়। রাত গভীরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায় সিটি বিশ্ববিদ্যালয়ে। তারা প্রধান ফটক ভেঙে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কক্ষসহ কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব, হিসাব শাখা ও বিভিন্ন দপ্তরে ব্যাপক ভাঙচুর চালায়।
গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
হামলাকারীরা আট থেকে দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ভোররাত পর্যন্ত চলা এই সহিংসতায় আহত হন শতাধিক শিক্ষার্থী। আহতদের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ জনকে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় আতঙ্ক, নিরাপত্তা জোরদার
ঘটনার পর সোমবার আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়। সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন, অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
# সাভার_সংঘর্ষ, সিটি_বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল_ইন্টারন্যাশনাল_ইউনি
সারাক্ষণ রিপোর্ট 

















