লিড
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গেই অনুষ্ঠিত হতে হবে—এই অবস্থান থেকে বিএনপি একচুলও নড়বে না।
বিএনপির অবস্থান অপরিবর্তিত
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, “বিএনপি শুরু থেকেই পরিষ্কার—জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, আলাদা ব্যালটে অনুষ্ঠিত হবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। এখন এই প্রসঙ্গ আবার তোলার কোনো সুযোগ নেই।”
খসরু আরও বলেন, “যে কেউ কিছু বলতে বা সুপারিশ করতে পারেন, কিন্তু সেটি তাদের বিষয়। বিএনপির অবস্থান একটিই—গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে। এতে পরিবর্তনের কোনো সুযোগ নেই।”
কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান
ন্যাশনাল কনসেনসাস কমিশন (এনসিসি) মঙ্গলবার এক প্রস্তাবে জানায়, জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদ (সংবিধান সংশোধনী) বাস্তবায়ন আদেশ ২০২৫ কার্যকর হওয়ার পর, কিন্তু পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই, একটি গণভোট আয়োজন করা উচিত।

তবে বিএনপি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। খসরু বলেন, “যারা এই প্রস্তাব দিয়েছেন, তারা বাংলাদেশে ভোট দেবেন না। ভোটে অংশ নেবে রাজনৈতিক দলগুলোই। তাই যেকোনো সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। ঐকমত্যের বাইরে কেউ যা-ই বলুক, সেটা তাদের নিজস্ব ব্যাপার।”
দুই ব্যালটে ভোটের দাবি
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য জোর দিয়ে বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে, এবং দুইটি আলাদা ব্যালটে ভোট গ্রহণ করা হবে। বিএনপির অবস্থান শুরু থেকেই এটাই, ভবিষ্যতেও তা অপরিবর্তিত থাকবে।”
এনসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি আবারও জানিয়ে দিল, তারা কোনোভাবেই নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজন মেনে নেবে না। দলের মতে, এই সিদ্ধান্তই জনগণের সার্বিক অংশগ্রহণ ও জাতীয় ঐকমত্যের প্রতিফলন ঘটাবে।
#বিএনপি, গণভোট, জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশন, মির্জা ফখরুল, আমির খসরু, ব্রিটিশ হাইকমিশনার, রাজনীতি, বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 


















