ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদ (৩৫) নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ও চাকরির দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আগামী ৩০ দিনের মধ্যে পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।
আইনজীবীর পক্ষ থেকে নোটিশ
মঙ্গলবার ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট এনামুল হক নবীন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রেরণ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ২৬ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে এমআরটি লাইন-৬ এর ফার্মগেট স্টেশন সংলগ্ন পিলার নম্বর ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তির পারিবারিক অবস্থা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পাশাপাশি তাঁর আর্থিক সহায়তায় ছোট ভাইয়ের পড়াশোনা চলছিল। এই দুর্ঘটনায় পরিবারটি এখন সম্পূর্ণভাবে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ
নোটিশে অভিযোগ করা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষের চরম অবহেলা ও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিয়মিত সরঞ্জাম পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এমন গাফিলতি রাষ্ট্রীয় সংস্থার দায়িত্বজ্ঞানহীনতার দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করা হয় নোটিশে।
ক্ষতিপূরণ ও চাকরির দাবি
নোটিশে বলা হয়, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পাঁচ লাখ টাকা সহায়তা ও চাকরির প্রস্তাব অত্যন্ত অপ্রতুল, অযৌক্তিক এবং নিহতের পরিবারের প্রতি অবমাননাকর। তাই নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ৩০ দিনের মধ্যে পরিবারের একজন সদস্যকে ডিএমটিসিএলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।

দাবি পূরণ না হলে আইনি ব্যবস্থা
নোটিশে সতর্ক করা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, এমন অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে এটি রাষ্ট্রের জন্য একটি লজ্জাজনক নজির হয়ে থাকবে।
#মেট্রোরেল #দুর্ঘটনা #ক্ষতিপূরণ #লিগ্যালনোটিশ #ঢাকা #ফার্মগেট #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















