সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নের দাবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদে তারা স্বাক্ষর করবে কেবল তখনই, যদি সনদের সঙ্গে থাকা ‘অসন্তোষের নোট’ প্রত্যাহার করা হয় এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশসমূহ অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবার রাজশাহী ট্যুরিজম মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আদেশে কোনোভাবেই ‘অসন্তোষের নোট’ থাকা চলবে না। সংবিধান সংস্কার সংক্রান্ত ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো গণভোটে তোলা হবে, এবং জনগণের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে।
জনগণের রায় অনুযায়ী বাস্তবায়নের প্রস্তাব
তিনি জানান, গণআন্দোলনের বৈধতার ভিত্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুমোদিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকার যদি এই শর্তগুলো পূরণ করে, তবে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করবে।
নাহিদ আরও বলেন, দলটি কোনো সংস্কারবিরোধী বা ঐতিহাসিকভাবে দায়বদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কোনো জোটে যাবে না। পাশাপাশি জুলাই গণআন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বিচার প্রক্রিয়ার রূপরেখা আগামী জাতীয় নির্বাচনের আগে ঘোষণা করতে হবে।
নির্বাচন কমিশনের একপেশে ভূমিকার অভিযোগ
নির্বাচন কমিশনকে ‘একপেশে’ আখ্যা দিয়ে নাহিদ অভিযোগ করেন, এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার একতরফা সিদ্ধান্ত দলটিকে রাস্তায় নেমে রাজনৈতিকভাবে দাবি আদায়ে বাধ্য করছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিএনপি–জামায়াতের ভূমিকা নিয়ে মন্তব্য
এর আগে এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগবিরোধী এবং ভারতবিরোধী রাজনীতিতে কিংবা চাঁদাবাজি দমনে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। তিনি জানান, এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায় এবং সতর্ক করেন যে একদলীয় সংসদ দীর্ঘস্থায়ী হবে না।
রাজশাহীতে সাংগঠনিক বৈঠক
এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আটটি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন এবং নগর ও জেলা ইউনিটের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
#এনসিপি #জুলাইসনদ #নাহিদইসলাম #সংবিধানসংস্কার #বাংলাদেশরাজনীতি #নির্বাচন২০২৫
সারাক্ষণ রিপোর্ট 


















