ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হয়ে বৃষ্টি ঝরিয়ে এগোচ্ছে উত্তর-পশ্চিমে
বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে সংকেত নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ ধীরে ধীরে উত্তর–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে।
ভারতের উপকূলে আঘাতের পর দুর্বল ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়টি মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর ফলে বাংলাদেশ উপকূলের ওপর থেকে এর প্রভাব ধীরে ধীরে কমে আসছে।
মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ
উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। তবে বুধবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যাতে ঝড়ো বাতাস বা উত্তাল ঢেউয়ের ঝুঁকি এড়ানো যায়।
# ঘূর্ণিঝড়_মন্থা, বঙ্গোপসাগর, আবহাওয়া_অফিস, সমুদ্রবন্দর, সতর্কতা, সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















