জাতীয়করণের দাবিতে ঢাকায় বিক্ষোভ
বুধবার দুপুরে স্বাধীন ইবতেদায়ি (প্রাথমিক) মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষকরা। তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
প্রেসক্লাব থেকে সচিবালয়ের পথে
দুপুর ২টার দিকে বিভিন্ন জেলার কয়েকশ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। এরপর তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ট্রাফিক ইন্সপেক্টর সারদার বুলবুল আহমেদ জানান, শিক্ষকরা সচিবালয়ের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

পুলিশের লাঠিচার্জ ও জলকামান
প্রায় ২টা ৩০ মিনিটের দিকে মিছিল সচিবালয়ের ফটকের কাছাকাছি পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে।
দীর্ঘদিনের দাবি
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বাধীন ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। তারা সরকারের কাছে চাকরির নিরাপত্তা ও বেতন কাঠামোর উন্নয়নের দাবি তুলেছেন।
#ইবতেদায়ি_মাদ্রাসা #জাতীয়করণ #বিক্ষোভ #ঢাকা #পুলিশ #সচিবালয়
সারাক্ষণ রিপোর্ট 


















