০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
ক্লাস চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ—দগ্ধ ছাত্রীদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি চতুর্থ শিল্পবিপ্লবের দৌড়ে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন জরুরি: ঢাকায় শুরু হলো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস সিলেটের বিশ্বনাথে হার্ডওয়্যার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা সিলেট থেকে অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে দাপুটে জয়—দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিশ্চিত বরিশালে অপসোনিন স্যালাইন কারখানায় একযোগে ৫০০ শ্রমিক ছাঁটাই আবারও বেড়েছে স্বর্ণের দাম—ভরি প্রতি ২ লাখ টাকার ওপরে পাকিস্তান তুরস্কে আফগান সরকারের প্রতি TTP-র সমর্থন বন্ধের আহ্বান জানায় তুরস্কের পামুক্কালে: সাদা পাথরের জাদুকরী পাহাড় ও উষ্ণ ঝর্ণার অভূতপূর্ব বিস্ময়

মৃত্যু’ নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন-‘সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য ‘অসত্য ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।

ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ।

বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে”।

মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়।

সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- “আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাবো কেন? আমি সুস্থ্য আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে”।

তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনাসহ তার সরকারের সাবেক শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বাংলাদেশে মানবতাবিরোধী, দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগে বিচার চলছে। এর কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

যেখান থেকে আলোচনা শুরু

ফেসবুকে ‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক’ নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি রয়েছে। ওই আইডির ফলোয়ার সংখ্যা ৮৮ হাজার।

নিয়মিত ওই ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, সরকারের সমালোচনা বিভিন্ন ধরনের পোস্ট করা হয়ে থাকে।

তিন দিন আগে অর্থাৎ গত ২৫শে অক্টোবর ওই ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। শেখ হাসিনার সাথে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর একটি ছবি যুক্ত করে সেখানে একটি পোস্ট করা হয়।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়- “খালামণি একটু অসুস্থ সবাই দোয়া করবেন”।

মূলত ওই পোস্টটি নিয়ে গত দুই দিনে নানা আলোচনা তৈরি হয়। পরে অবশ্য ওই ফেসবুক আইডিতে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায় নি।

‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক’ নামে ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট এবং সিটি মিনিস্টার হিসেবে।

যদিও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বলা আছে- শুধুমাত্র ইন্সটাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) এই দুটি সোশ্যাল হ্যান্ডল তিনি ব্যবহার করে থাকেন। ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলা নেই।

এ নিয়ে তার সাথে ইমেইলে যোগাযোগের চেষ্টাও করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে। তার ওয়েবসাইটে দেওয়া ইমেইল পাঠানোও হয়েছিল বিবিসি বাংলার পক্ষ থেকে। যদিও সেখান থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলছে এই বিষয়টি তাদেরও নজরে এসেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, “আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে ধরনের অপপ্রচার চলছে তা আমাদের নজরে পড়েছে। বর্তমান বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব গুজব ছড়ানো হচ্ছে”।

এরপরই ছড়ায় ‘মৃত্যুর’ গুজব

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতা নিয়ে ওই ফেসবুক আইডি থেকে পোস্টের দুই দিনের মাথায় গত মঙ্গলবার থেকে একটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখতে শেখ হাসিনার মতো হাসপাতালের বিছানায় চোখবন্ধ অবস্থায় এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে কেউ কেউ দাবি করেন- ‘দিল্লির সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনা’।

ওই ছবিতে কোনো কোনো ফেসবুক পেজ থেকে এটিও দাবি করা হয়- ‘অনেকদিন ধরেই শেখ হাসিনা অসুস্থ এবং তিনি কথাবার্তাও বলতে পারেন না”।

শেখ হাসিনার মৃত্যু নিয়ে এই প্রচারণা গত দুই দিনে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই শেয়ার করতে দেখা যায়।

এই আলোচনা যখন চলছিল তখন একটি শোকবার্তার বিবৃতিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় প্যাড সাদৃশ্য একটি কাগজে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরও যুক্ত করা ছিল ওই ‘বিবৃতিটিতে’।

সেখানেই উল্লেখ করা হয়- ‘সম্প্রতি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

কোনো তারিখ উল্লেখ করা না থাকলেও ওই বিবৃতিতেই বলা হয়- বাদ ফজর দিল্লি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশের সবাইকে গায়েবানা জানাজায় অংশ নিতেও বলা হয়”।

এই বিবৃতি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজে ওই বিবৃতির ছবি আপলোড করে বলা হয়- শেখ হাসিনার মৃত্যু নিয়ে যে বিবৃতিতে দেওয়া হয়েছে সেটি অপপ্রচার।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ কী বলছে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, বিবৃতি ও এসব গুজব যখন ছড়িয়ে পড়ে তখন শেখ হাসিনা ঝালকাঠিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিচ্ছিলেন বলে জানান আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম।

তিনি বিবিসি বাংলাকে বলেন, “শেখ হাসিনা নিজেই গতকাল (মঙ্গলবার) কথা বলেছেন ঝালকাঠি জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে। যেখানে তিনি আলাপ আলোচনা করেছেন। দীর্ঘ সময় কথা বলেছেন”।

মঙ্গলবার গভীর রাতেও আওয়ামী লীগের ফেসবুক পেজ শেখ হাসিনার অডিও শেয়ার দেয়। সেখানে শেখ হাসিনাকে এ নিয়ে কথা বলতেও শোনা যায়।

যদিও সেই অডিও বার্তাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি বাংলা।

কিন্ত তাতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে- “একটা কথা বলে রাখি আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি ইত্যাদি… নাহ। আমি অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে”।

দলটির যুগ্ম সম্পাদক মি. নাসিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন- বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পছন্দ করে। সে কারণে একটি পক্ষ নেতাকর্মীদের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে”।

আওয়ামী লীগ মনে করছে- এর পেছনে কোনো না কোনোভাবে বর্তমান সরকারের ইন্ধনও রয়েছে।

BBC News বাংলা

জনপ্রিয় সংবাদ

ক্লাস চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ—দগ্ধ ছাত্রীদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

মৃত্যু’ নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন-‘সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে

১১:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য ‘অসত্য ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।

ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ।

বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে”।

মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়।

সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- “আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাবো কেন? আমি সুস্থ্য আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে”।

তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনাসহ তার সরকারের সাবেক শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বাংলাদেশে মানবতাবিরোধী, দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগে বিচার চলছে। এর কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

যেখান থেকে আলোচনা শুরু

ফেসবুকে ‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক’ নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি রয়েছে। ওই আইডির ফলোয়ার সংখ্যা ৮৮ হাজার।

নিয়মিত ওই ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, সরকারের সমালোচনা বিভিন্ন ধরনের পোস্ট করা হয়ে থাকে।

তিন দিন আগে অর্থাৎ গত ২৫শে অক্টোবর ওই ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। শেখ হাসিনার সাথে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর একটি ছবি যুক্ত করে সেখানে একটি পোস্ট করা হয়।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়- “খালামণি একটু অসুস্থ সবাই দোয়া করবেন”।

মূলত ওই পোস্টটি নিয়ে গত দুই দিনে নানা আলোচনা তৈরি হয়। পরে অবশ্য ওই ফেসবুক আইডিতে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায় নি।

‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক’ নামে ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট এবং সিটি মিনিস্টার হিসেবে।

যদিও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বলা আছে- শুধুমাত্র ইন্সটাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) এই দুটি সোশ্যাল হ্যান্ডল তিনি ব্যবহার করে থাকেন। ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলা নেই।

এ নিয়ে তার সাথে ইমেইলে যোগাযোগের চেষ্টাও করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে। তার ওয়েবসাইটে দেওয়া ইমেইল পাঠানোও হয়েছিল বিবিসি বাংলার পক্ষ থেকে। যদিও সেখান থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলছে এই বিষয়টি তাদেরও নজরে এসেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, “আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে ধরনের অপপ্রচার চলছে তা আমাদের নজরে পড়েছে। বর্তমান বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব গুজব ছড়ানো হচ্ছে”।

এরপরই ছড়ায় ‘মৃত্যুর’ গুজব

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতা নিয়ে ওই ফেসবুক আইডি থেকে পোস্টের দুই দিনের মাথায় গত মঙ্গলবার থেকে একটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখতে শেখ হাসিনার মতো হাসপাতালের বিছানায় চোখবন্ধ অবস্থায় এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে কেউ কেউ দাবি করেন- ‘দিল্লির সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনা’।

ওই ছবিতে কোনো কোনো ফেসবুক পেজ থেকে এটিও দাবি করা হয়- ‘অনেকদিন ধরেই শেখ হাসিনা অসুস্থ এবং তিনি কথাবার্তাও বলতে পারেন না”।

শেখ হাসিনার মৃত্যু নিয়ে এই প্রচারণা গত দুই দিনে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই শেয়ার করতে দেখা যায়।

এই আলোচনা যখন চলছিল তখন একটি শোকবার্তার বিবৃতিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় প্যাড সাদৃশ্য একটি কাগজে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরও যুক্ত করা ছিল ওই ‘বিবৃতিটিতে’।

সেখানেই উল্লেখ করা হয়- ‘সম্প্রতি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

কোনো তারিখ উল্লেখ করা না থাকলেও ওই বিবৃতিতেই বলা হয়- বাদ ফজর দিল্লি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশের সবাইকে গায়েবানা জানাজায় অংশ নিতেও বলা হয়”।

এই বিবৃতি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজে ওই বিবৃতির ছবি আপলোড করে বলা হয়- শেখ হাসিনার মৃত্যু নিয়ে যে বিবৃতিতে দেওয়া হয়েছে সেটি অপপ্রচার।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ কী বলছে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, বিবৃতি ও এসব গুজব যখন ছড়িয়ে পড়ে তখন শেখ হাসিনা ঝালকাঠিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিচ্ছিলেন বলে জানান আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম।

তিনি বিবিসি বাংলাকে বলেন, “শেখ হাসিনা নিজেই গতকাল (মঙ্গলবার) কথা বলেছেন ঝালকাঠি জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে। যেখানে তিনি আলাপ আলোচনা করেছেন। দীর্ঘ সময় কথা বলেছেন”।

মঙ্গলবার গভীর রাতেও আওয়ামী লীগের ফেসবুক পেজ শেখ হাসিনার অডিও শেয়ার দেয়। সেখানে শেখ হাসিনাকে এ নিয়ে কথা বলতেও শোনা যায়।

যদিও সেই অডিও বার্তাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি বাংলা।

কিন্ত তাতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে- “একটা কথা বলে রাখি আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি ইত্যাদি… নাহ। আমি অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে”।

দলটির যুগ্ম সম্পাদক মি. নাসিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন- বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পছন্দ করে। সে কারণে একটি পক্ষ নেতাকর্মীদের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে”।

আওয়ামী লীগ মনে করছে- এর পেছনে কোনো না কোনোভাবে বর্তমান সরকারের ইন্ধনও রয়েছে।

BBC News বাংলা