ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয় ও সিরিজ নিশ্চিত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে জয় পেয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এটি তাদের টানা দ্বিতীয় জয়, ফলে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।
প্রথমে ব্যাট করে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ
টস জিতে ব্যাটিংয়ে নামে অতিথি ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ব্র্যান্ডন কিং দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে দলকে ভরসা দেন আলিক অথানাজে ও অধিনায়ক শাই হোপ। দুজন মিলে ১০৫ রানের দারুণ জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। অথানাজে ৩৩ বলে ৫২ এবং হোপ ৩৬ বলে ৫৫ রান করেন।
বাংলাদেশ শেষ দিকে বোলিংয়ে ঘুরে দাঁড়ায়। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন ২১ রানে, নাসুম আহমেদ পান ২ উইকেট ৩৫ রানে, আর রিশাদ হোসেনও তুলে নেন ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৪৯ রানে ৯ উইকেটে।

বাংলাদেশের ইনিংসে একাই লড়লেন তানজিদ হাসান
১৪৯ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশের ইনিংস শুরু হয় ধীরে ধীরে। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও তানজিদ হাসান যোগ করেন ৩৫ রান। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
তানজিদ হাসান একাই লড়াই চালিয়ে যান—৪৮ বলে ৬১ রান করেন তিনি, যাতে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। কিন্তু অন্য প্রান্তে কেউই তাকে সঠিকভাবে সহযোগিতা করতে পারেননি। লিটন দাস করেন ২৩ রান, জাকের আলি ১৭ রানে থামেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায়।
ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রণে টাইগার ব্যাটিং
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন। রোমারিও শেফার্ড ৩ উইকেট নেন ২৯ রানে এবং ম্যাচসেরা নির্বাচিত হন। আকিল হোসেইনও দারুণ বোলিং করে ৩ উইকেট নেন মাত্র ২২ রানে। অভিজ্ঞ জেসন হোল্ডার যোগ করেন আরও ২ উইকেট ২০ রানে।

শেষ ম্যাচে সান্ত্বনার লড়াই বাংলাদেশের
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। ফলে ৩১ অক্টোবর একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি এখন বাংলাদেশের জন্য কেবল সান্ত্বনার সুযোগ—সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোই হবে টাইগারদের একমাত্র লক্ষ্য।
বাংলাদেশ_ওয়েস্ট_ইন্ডিজ #টি২০ #চট্টগ্রাম_ম্যাচ #তানজিদ_হাসান #মুস্তাফিজুর_রহমান #রোমারিও_শেফার্ড #ক্রিকেট_সিরিজ
সারাক্ষণ রিপোর্ট 


















