গভীর রাতে আগুনে পুড়ে গেল সাতটি দোকান
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে প্রায় ৩টার দিকে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তালা থানার ওসি মাইনউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিক ধারণা: চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই দোকানগুলো জ্বলে ছাই হয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আর দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি ছিল মিষ্টির দোকান এবং বাকিগুলো চায়ের স্টল ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠান।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও তদন্ত
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার পণ্যসামগ্রী নষ্ট হয়েছে। তবে সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
ওসি মাইনউদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। সম্ভবত চুলার আগুন থেকেই দুর্ঘটনা ঘটেছে।”
# সাতক্ষীরা #অগ্নিকাণ্ড #তালা_উপজেলা #হাজরাকাটি_বাজার #ফায়ার_সার্ভিস #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















