০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা সামনে রেখে শঙ্কার কথা জানালেন মির্জা আব্বাস গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান তিন যুগ, তিন ফাইনাল, একই বাধা ভারত—সারফরাজের নামেই আবার পাকিস্তানের জয়গাথা সোশ্যাল মিডিয়া যাচাইয়ে জট, দেশে ফেরা থামাচ্ছেন ভারতীয় কর্মীরা অ্যাশেজ ধরে রাখলো অস্ট্রেলিয়া মাত্র এগারো দিনে, কথিত দুর্বল দলেই ইংল্যান্ডকে ধস গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বী এবার বিএনপি-জামায়াত!  হত্যার ঝুঁকিতে পঞ্চাশজন, গানম্যান পেয়েছেন বিশজন ২০২৫ সালের তারকা: সিনেমার ভবিষ্যৎ আর নতুন তারকাখ্যাতির অর্থ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২ জানুয়ারির নির্দেশিকা প্রকাশ

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৮)

ঢাকাবাসীদের কাছেও দর্শনীয় এক জায়গায় পরিণত হয় এই নিউমার্কেট, চালু হওয়ার পর কয়েক বছর যেতে-না- যেতেই।

নিউমার্কেট নিয়েও স্মৃতিচারণ করেছেন আনোয়ার হোসেন-

বর্তমান নিউমার্কেটের ভিতরের দৃশ্য

“ছোট ছোট কতগুলো দোকানঘর নিয়ে নিউমার্কেট যাত্রা শুরু করে, ১৯৫২ কি ‘৫৩-এর দিকে। তখন পাটুয়াটুলি বা ইসলামপুরে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যেত, তাই নিউমার্কেট চালু হওয়ার খবর শুনে অনেকেই বলল, ‘জিনিস কেনার জন্য কে যাবে ওখানে? রাতের বেলায় কবর থেকে উঠে মুর্দারাই যাবে বোধহয়।’ এমনকী মাওলানা ভাসানীও নাকি পল্টনের এক জনসভায় সরকারের সমালেচনা করেছিলেন এই নিউমার্কেট বানানোর সিদ্ধান্ত নেয়ার জন্য।

প্রথমদিকে বেচাকেনা বলতে গেলে হতোই না নিউমার্কেটের দোকানগুলোতে। তখন মার্কেটের মাঝখানের দোকানগুলো ছিল না। সেখানে ছিল একটা গোলাপ বাগান। আজিমপুর, ধানমণ্ডি ছাড়িয়ে উত্তরদিকে যত বিস্তৃত হতে থাকে ঢাকা, তত বাড়তে থাকে নিউমার্কেটের জনপ্রিয়তা। তবে লোকজন কেনাকাটার জন্য যতটা না যেত, তারচেয়ে বেশি যেত ঘুরাঘুরি করার জন্য, আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য।

নিউ মার্কেটের প্রধান ফটক ১৯৬৬

যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসত ঢাকা দেখার উদ্দেশ্যে তাদের কাছে তো বটেই, ঢাকাবাসীদের কাছেও দর্শনীয় এক জায়গায় পরিণত হয় এই নিউমার্কেট, চালু হওয়ার পর কয়েক বছর যেতে-না- যেতেই। তবে মফস্বলের মানুষরা একটা অসুবিধায় পড়ত মাঝে মধ্যে ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বের হওয়ার গেটটা কোনদিকে সেটা আর ঠাওর করতে পারত না।””

ঢাকা এখন অনেক বিস্তৃত হয়েছে। প্রচুর আধুনিক মল হয়েছে কিন্তু এখনও স্বস্তিতে, আনন্দে কেনাকাটা করতে চাইলে নিউ মার্কেটই উত্তম।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৭)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৭)

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের দেশে ফেরা সামনে রেখে শঙ্কার কথা জানালেন মির্জা আব্বাস

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৮)

০৯:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ঢাকাবাসীদের কাছেও দর্শনীয় এক জায়গায় পরিণত হয় এই নিউমার্কেট, চালু হওয়ার পর কয়েক বছর যেতে-না- যেতেই।

নিউমার্কেট নিয়েও স্মৃতিচারণ করেছেন আনোয়ার হোসেন-

বর্তমান নিউমার্কেটের ভিতরের দৃশ্য

“ছোট ছোট কতগুলো দোকানঘর নিয়ে নিউমার্কেট যাত্রা শুরু করে, ১৯৫২ কি ‘৫৩-এর দিকে। তখন পাটুয়াটুলি বা ইসলামপুরে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যেত, তাই নিউমার্কেট চালু হওয়ার খবর শুনে অনেকেই বলল, ‘জিনিস কেনার জন্য কে যাবে ওখানে? রাতের বেলায় কবর থেকে উঠে মুর্দারাই যাবে বোধহয়।’ এমনকী মাওলানা ভাসানীও নাকি পল্টনের এক জনসভায় সরকারের সমালেচনা করেছিলেন এই নিউমার্কেট বানানোর সিদ্ধান্ত নেয়ার জন্য।

প্রথমদিকে বেচাকেনা বলতে গেলে হতোই না নিউমার্কেটের দোকানগুলোতে। তখন মার্কেটের মাঝখানের দোকানগুলো ছিল না। সেখানে ছিল একটা গোলাপ বাগান। আজিমপুর, ধানমণ্ডি ছাড়িয়ে উত্তরদিকে যত বিস্তৃত হতে থাকে ঢাকা, তত বাড়তে থাকে নিউমার্কেটের জনপ্রিয়তা। তবে লোকজন কেনাকাটার জন্য যতটা না যেত, তারচেয়ে বেশি যেত ঘুরাঘুরি করার জন্য, আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য।

নিউ মার্কেটের প্রধান ফটক ১৯৬৬

যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসত ঢাকা দেখার উদ্দেশ্যে তাদের কাছে তো বটেই, ঢাকাবাসীদের কাছেও দর্শনীয় এক জায়গায় পরিণত হয় এই নিউমার্কেট, চালু হওয়ার পর কয়েক বছর যেতে-না- যেতেই। তবে মফস্বলের মানুষরা একটা অসুবিধায় পড়ত মাঝে মধ্যে ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বের হওয়ার গেটটা কোনদিকে সেটা আর ঠাওর করতে পারত না।””

ঢাকা এখন অনেক বিস্তৃত হয়েছে। প্রচুর আধুনিক মল হয়েছে কিন্তু এখনও স্বস্তিতে, আনন্দে কেনাকাটা করতে চাইলে নিউ মার্কেটই উত্তম।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৭)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৭)