দুর্ঘটনায় আহত নারী ও পুরুষ পুলিশ সদস্য
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী সদস্যও রয়েছেন। শুক্রবার বিকেলে দামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিরাপত্তা দায়িত্বে যাওয়ার পথে দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত বাসটি সিএমপি সদর দপ্তর থেকে যাত্রা শুরু করেছিল। পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তা দিতে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়।

ব্রেক ফেল হওয়ায় নিয়ন্ত্রণ হারায় বাস
সিএমপি সদর দপ্তরের উপকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, সদর দপ্তর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বাসটির ব্রেক ফেল করে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ২০ জন পুলিশ সদস্য আহত হন।
আহতদের চিকিৎসা ও বাসটির অবস্থা
আহতদের তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনস হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি বর্তমানে পুলিশ লাইনসের ভেতরে রাখা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















