গরু চুরির অভিযোগে প্রাণ গেল এক ব্যক্তির
সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি ঘটে সদর উপজেলার মুক্তারগাতি গ্রামে।
নিহত ব্যক্তির নাম সানুয়ার হোসেন সানু (৬০)। তিনি একই উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা বাদুল্লাহ শেখের ছেলে।

মৃতদেহ উদ্ধার ও ময়নাতদন্ত
পুলিশ শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে সানুর মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশি বর্ণনা: পালিয়ে গিয়ে গণপিটুনির শিকার
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান জানান, সানু নিকটবর্তী রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসানের বাড়ি থেকে একটি গরু চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থানীয়রা তাকে ধাওয়া করে। পালিয়ে ফুলজোর নদী পার হয়ে মুক্তারগাতি চর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে। এরপর তারা সানুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে।”
পুরনো মামলার রেকর্ড ও নতুন মামলা
ওসি জানান, নিহত সানুর নামে আগেও তিনটি গরু চুরি ও দুটি ডাকাতির মামলা রয়েছে।
এই ঘটনায় স্থানীয় থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
#সিরাজগঞ্জ #গণপিটুনি #গরুচুরি #বাংলাদেশপুলিশ #অপরাধ #মৃত্যু
সারাক্ষণ রিপোর্ট 



















