১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
রণক্ষেত্রে (পর্ব-১১৪) কেন নদী, বিলে, খালে এত অজ্ঞাতনামা মৃতদেহ এশিয়ায় জোট জোরদার: চীন-ভারতের সঙ্গে ধারাবাহিক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ফেডারেল শাটডাউন–এ স্থগিত ‘ফুড স্ট্যাম্প’ কর্মসূচি; ৪১ মিলিয়ন দরিদ্র আমেরিকানের অনিশ্চয়তা ভিয়েতনামে ভয়াবহ বন্যা: ৬০ বছরে সর্বোচ্চ নদীর পানি জুলাই সনদে নতুন সংযোজনের দায় নেবে না বিএনপি দুই ঘণ্টার বৃষ্টিতে শহর থমকে গেল —দুর্ভোগে ভাসল রাজধানী উত্তরায় জুলাইযোদ্ধার রহস্যজনক মৃত্যুঃ ছবি দেখে মনে হয় কেউ ঝুলিয়ে রেখেছে  কাইট বিচে ব্যায়াম, উদ্দীপনা ও সামাজিক সংহতিতে প্রাণবন্ত সূচনা নারীর অধিকার ও সাংস্কৃতিক জাগরণে বৈষম্যমুক্ত সমাজ গড়ার আহ্বান — সাপ্তাহিক ‘পঙক্তি’র দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তারা

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাজাহান সিরাজের) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শোষণ, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, দারিদ্র্য ও সাম্প্রদায়িকতামুক্ত একটি গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৩১ অক্টোবর ২০২৫, বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার ফেনী সমিতির মিলনায়তনে জাসদ–শাজাহান সিরাজের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য

সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল আলম দুলাল ও সাংবাদিক কাজী ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা উদ্দিন মিন্টু, কোষাধ্যক্ষ আসম মোস্তফা কামাল, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ দিপু মীর, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অধ্যাপক এম. আর. খান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন খান মজলিশ, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, ইসলামী সমাজতান্ত্রিক দলের মাওলানা তালেবুল ইসলাম, এস. এম. জাকির হোসেন ও নেত্রী এলিজা রহমান প্রমুখ।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের বার্তা

সভাপতির ভাষণে মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বলেন,
১৯৭১ সালে বাঙালি জাতি পাকিস্তানের শোষণ, নিপীড়ন ও সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভেঙে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। সেই স্বাধীন দেশকে আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়।

তিনি স্মরণ করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর এম. এ. জলিল, মুজিব বাহিনির সাব-সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব এবং স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজসহ মুক্তিযুদ্ধের বহু নেতা-কর্মী এই দলটির নেতৃত্বে যুক্ত ছিলেন। তাদের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি আইনের শাসনভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়া।

প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম অব্যাহত

মজলিশ অভিযোগ করেন, জাসদের কার্যক্রম স্বাধীনতার পরবর্তী প্রতিটি সরকারই সহ্য করতে পারেনি, যার ফলে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দলটি চার ভাগে বিভক্ত হয়েছে। তবুও জাসদ–শাজাহান সিরাজের নেতৃত্ব জাতীয় ঐক্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “আসুন, আমরা সবাই এক হয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়।”

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাজাহান সিরাজের) নেতারা একবাক্যে বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই সম্ভব শোষণ ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গঠন।

#জাসদ #জাতীয়ঐক্য #গণতন্ত্র #মুক্তিযুদ্ধ #বাংলাদেশ #রাজনীতি #অসাম্প্রদায়িকতা #সারাক্ষণরিপোর্ট

জনপ্রিয় সংবাদ

রণক্ষেত্রে (পর্ব-১১৪)

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান

০৬:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাজাহান সিরাজের) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শোষণ, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, দারিদ্র্য ও সাম্প্রদায়িকতামুক্ত একটি গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৩১ অক্টোবর ২০২৫, বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার ফেনী সমিতির মিলনায়তনে জাসদ–শাজাহান সিরাজের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য

সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল আলম দুলাল ও সাংবাদিক কাজী ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা উদ্দিন মিন্টু, কোষাধ্যক্ষ আসম মোস্তফা কামাল, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ দিপু মীর, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অধ্যাপক এম. আর. খান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন খান মজলিশ, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, ইসলামী সমাজতান্ত্রিক দলের মাওলানা তালেবুল ইসলাম, এস. এম. জাকির হোসেন ও নেত্রী এলিজা রহমান প্রমুখ।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের বার্তা

সভাপতির ভাষণে মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বলেন,
১৯৭১ সালে বাঙালি জাতি পাকিস্তানের শোষণ, নিপীড়ন ও সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভেঙে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। সেই স্বাধীন দেশকে আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়।

তিনি স্মরণ করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর এম. এ. জলিল, মুজিব বাহিনির সাব-সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব এবং স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজসহ মুক্তিযুদ্ধের বহু নেতা-কর্মী এই দলটির নেতৃত্বে যুক্ত ছিলেন। তাদের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি আইনের শাসনভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়া।

প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম অব্যাহত

মজলিশ অভিযোগ করেন, জাসদের কার্যক্রম স্বাধীনতার পরবর্তী প্রতিটি সরকারই সহ্য করতে পারেনি, যার ফলে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দলটি চার ভাগে বিভক্ত হয়েছে। তবুও জাসদ–শাজাহান সিরাজের নেতৃত্ব জাতীয় ঐক্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “আসুন, আমরা সবাই এক হয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়।”

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাজাহান সিরাজের) নেতারা একবাক্যে বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই সম্ভব শোষণ ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গঠন।

#জাসদ #জাতীয়ঐক্য #গণতন্ত্র #মুক্তিযুদ্ধ #বাংলাদেশ #রাজনীতি #অসাম্প্রদায়িকতা #সারাক্ষণরিপোর্ট