ব্যতিক্রমী লটারির ঘোষণা
প্যারিস সিটি করপোরেশন ঘোষণা করেছে এক অনন্য লটারির আয়োজন — যেখানে পুরস্কার হিসেবে অর্থ নয়, বরং সুযোগ থাকবে শহরের সবচেয়ে বিখ্যাত সমাধিক্ষেত্রগুলোর একটিতে সমাধিস্থ হওয়ার। এই বিশেষ উদ্যোগের লক্ষ্য হলো সময়ের সঙ্গে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত সমাধিগুলো পুনর্নির্মাণ করা এবং একই সঙ্গে প্যারিসবাসীদের জন্য বিরল এক সুযোগ তৈরি করা — প্রিয় নগরীর ঐতিহাসিক সমাধিক্ষেত্রে জায়গা পাওয়ার।
দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ
সিটি হল জানায়, বিংশ শতাব্দীর শুরু থেকেই প্যারিসের সমাধিক্ষেত্রগুলো প্রায় পূর্ণ। পরিত্যক্ত সমাধি অপসারণ জটিল হয়ে পড়েছে স্থানীয় বিধিনিষেধের কারণে। ফলে নতুনভাবে সমাধিস্থ হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।
তবে এবার লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা তিনটি বিখ্যাত সমাধিক্ষেত্রের ৩০টি সমাধির একটি পুনর্নির্মাণ ও ব্যবহার করার সুযোগ পাবেন। যাঁরা নির্ধারিত মানদণ্ড পূরণ করবেন, তাঁদের জন্য সংশ্লিষ্ট সমাধিস্থল নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হবে।

ঐতিহাসিক সমাধি সংরক্ষণের নতুন দৃষ্টান্ত
সিটি হলের বিবৃতিতে বলা হয়, “গত কয়েক দশকে ফ্রান্স জুড়ে বহু মানুষ ঐতিহাসিক সমাধি সংরক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন, এবং এর বিনিময়ে সমাধিস্থ হওয়ার সুযোগ পেতে চেয়েছেন।” তবে জমির মালিকানা রাষ্ট্রের হওয়ায় এবং পরিবারভিত্তিক লিজ ব্যবস্থার জটিলতার কারণে বিষয়টি বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না।
এবার প্যারিস সিটি করপোরেশন মনে করছে, তারা অবশেষে একটি কার্যকর সমাধান খুঁজে পেয়েছে।
যেসব সমাধিক্ষেত্রে সুযোগ মিলবে
এই উদ্যোগে তিনটি বিখ্যাত সমাধিক্ষেত্রে মোট ৩০টি প্লট নির্ধারণ করা হয়েছে:
- • পেরে লাশেজ সেমেটারি: যেখানে বিশ্রাম নিচ্ছেন “দ্য ডোর্স” ব্যান্ডের কিংবদন্তি গায়ক জিম মরিসন, নাট্যকার অস্কার ওয়াইল্ড এবং বিখ্যাত গায়িকা এডিথ পিয়াফ।
- • মঁপর্ণাস সেমেটারি: এখানে সমাধিস্থ আছেন লেখক জ্যঁ-পল সার্ত্র, সিমোন দ্য বোভোয়ার এবং লেখিকা সুসান সনট্যাগ।
- • মঁমার্ত্র সেমেটারি: যেখানে বিশ্রাম নিচ্ছেন চিত্রশিল্পী এডগার দেগা, ঔপন্যাসিক এমিল জোলা ও রুশ ব্যালে নৃত্যশিল্পী ভাসলাভ নিজিনস্কি।

খরচ ও আবেদন প্রক্রিয়া
প্রত্যেকটি বিদ্যমান সমাধি ৪,০০০ ইউরো (প্রায় ৪,৬০০ ডলার) মূল্যে ক্রয় করা যাবে। তবে ক্রেতাকে নিজ খরচে সমাধিটির পুনর্নির্মাণও করতে হবে।
এরপর তারা লিজ নিতে পারবেন:
- • ১০ বছরের জন্য লিজ: ৯৭৬ ইউরো (প্রায় ১,১২০ ডলার)
- • স্থায়ী লিজ: ১৭,৬৬৮ ইউরো (প্রায় ২০,২৯০ ডলার)
সিটি হল জানিয়েছে, লটারির আবেদন গ্রহণ শুরু হয়েছে সোমবার থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক আবেদনকারীকেই ১২৫ ইউরো (প্রায় ১৪৪ ডলার) নিবন্ধন ফি দিতে হবে।
একসঙ্গে ইতিহাস ও উত্তরাধিকার
এই ব্যতিক্রমী পরিকল্পনা প্যারিসের ঐতিহাসিক সমাধিক্ষেত্রগুলো সংরক্ষণের পাশাপাশি নাগরিকদের জন্য ইতিহাসের অংশ হয়ে ওঠার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে — যেখানে তাঁরা চিরনিদ্রায় শায়িত হতে পারেন সেই সব মহান ব্যক্তিত্বের পাশে, যাঁরা প্যারিসকে করেছেন অমর।
সারাক্ষণ রিপোর্ট 



















