শেরপুর শহরের বিএসআইসি এলাকায় বাড়ির সামনে ময়লা ফেলতে গিয়ে সড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র তিন বছরের ছোট্ট আয়রা মনি হারায় তার প্রাণ, স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।
দুর্ঘটনার স্থান ও সময়
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর দেড়টার দিকে খোয়ারপুর থেকে জেলখানার মোড় সংলগ্ন এলাকায়। নিহত শিশুটির নাম আয়রা মনি। তিনি ইঞ্জিনিয়ার লিখন মিয়ার মেয়ে, যিনি শেরপুর জেলা ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়রার মা মনিমালা বাড়ির পাশে ময়লা ফেলছিলেন। সেই সময় আয়রা রাস্তার ধারে চলে যায়। হঠাৎ একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝখানে পড়ে গুরুতরভাবে আহত হয় শিশুটি।
দুর্ঘটনার পর দুটি যানবাহনই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, ফলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের তৎপরতা
স্থানীয়রা দ্রুত আয়রাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই ছোট্ট আয়রার মৃত্যু হয়।
পুলিশের নিশ্চিতকরণ
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পালিয়ে যাওয়া যানবাহনগুলো শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।”
#শেরপুর #সড়কদুর্ঘটনা #শিশুমৃত্যু #বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 



















