রাজু ভাস্কর্যে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েট পরিষদের আহ্বানে শুরু হওয়া আমরণ অনশন টানা ৬৫ ঘণ্টা অতিক্রম করেছে। বুধবার রাত ১১টা থেকে শুরু হওয়া এই অনশন এখনো চলমান। তবে আন্দোলন শুরুর পর থেকে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা সংলাপের উদ্যোগ দেখা যায়নি।
রাজু ভাস্কর্যে অবস্থা ও অনশন কর্মসূচি অব্যাহত
শনিবার আন্দোলনের ২১তম দিন। রাজু ভাস্কর্যে অবস্থান ও অনশন দুই কর্মসূচিই একইসঙ্গে চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, “আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করছি। সরকার যদি এখনো নীরব থাকে, তবে এটি শুধু দেরি নয়, মানবিকতারও অপমান।”
পুলিশের বাধা ও শান্তিপূর্ণ প্রতিরোধ
গতকাল শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

পুলিশি বাধার পরও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান ও অনশন চালিয়ে যান। অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তারা আবার রাজু ভাস্কর্যে ফিরে এসে অনশন চালিয়ে যান। সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা পুনরায় রাজু ভাস্কর্যে ফিরে অবস্থান ও অনশন অব্যাহত রাখেন।
নতুন কর্মসূচি ও দাবিতে অনড় অবস্থান
আজও আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য থেকে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, অনশন চলবে।”
প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের মূল দাবি হলো—প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।
#প্রতিবন্ধী_চাকরিপ্রত্যাশী #আমরণ_অনশন #রাজু_ভাস্কর্য #যমুনা #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















