নাটোরের লালপুরে এক ফুটবল খেলার সময় পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় জনতার চাপের মুখে পুলিশ হাতকড়া খুলে দিতে বাধ্য হয় বলে জানা গেছে।
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মীকে মুক্ত করলো জনতা
লালপুর উপজেলার বিলমারিয়া মাঠে শনিবার, ৯ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকের কিছু পুলিশ সদস্য মাঠ থেকে বিলমারিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শহিদ আলীকে আটক করে হাতকড়া পরান।
খবরটি দ্রুত মাঠজুড়ে ছড়িয়ে পড়লে শতাধিক দর্শক পুলিশকে ঘিরে ফেলেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে শহিদ আলীকে ছাড়িয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল
পরে এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, পুলিশ সদস্যরা জনতার চাপের মুখে হাতকড়াটি খুলে দিচ্ছেন।
পুলিশের বক্তব্য
লালপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাটিকে “ভুল বোঝাবুঝি” হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
#নাটোর #ছাত্রলীগ #পুলিশ #লালপুর #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















