বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্মের সুখবর জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) তারা ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে এই খবরটি ভাগ করে নেন।
পুত্রসন্তানের জন্মে উচ্ছ্বসিত ক্যাটরিনা-ভিকি
দু’জনের শেয়ার করা পোস্টে লেখা ছিল, “আমাদের আনন্দের পুঁটলি এসেছে। অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর ২০২৫। ক্যাটরিনা ও ভিকি।”
পোস্টটির ক্যাপশনে তারা কেবল লিখেছিলেন, “Blessed. Om.”
গর্ভধারণের খবর জানিয়েছিলেন সেপ্টেম্বরে
এর আগে, ২৩ সেপ্টেম্বর ২০২৫-এ ভিকি ও ক্যাটরিনা যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় গর্ভধারণের খবর প্রকাশ করেন। সেই পোস্টে দেখা গিয়েছিল, ভিকি ভালোবাসায় ক্যাটরিনার বেবি বাম্পে হাত রেখেছেন। ক্যাটরিনা ছিলেন সাদা টপ ও জিনস পরিহিতা, একদম সহজ-সরল ভঙ্গিতে।
তারা ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে।”

বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যা
দম্পতির সন্তানের আগমনের খবর প্রকাশ হতেই ভক্ত ও সহ-শিল্পীদের শুভেচ্ছা ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী নিমরাত কৌর লিখেছেন, “অভিনন্দন!!!” মনীশ পল বলেন, “ভিকি ও ক্যাটরিনাকে এবং তাঁদের পরিবারকে অসংখ্য শুভেচ্ছা।”
হুমা কুরেশি, বিপাশা বসু, সোনম কাপুর, রিয়া কাপুরসহ অনেক তারকা তাঁদের অভিনন্দন জানান।
বিপাশা বসু লেখেন, “তোমাদের দুজনকে অভিনন্দন, ছোট্ট আনন্দের পুঁটলিটিকে ভালোবাসা।”
রাজকুমার রাও বলেন, “অভিনন্দন ভিকি ও ক্যাটরিনা! এটা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। ঈশ্বর তোমাদের এবং তোমাদের সন্তানকে আশীর্বাদ করুন।”
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মন্তব্য করেন, “অত্যন্ত আনন্দিত! অভিনন্দন।”
সহকর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাস
কারিনা কাপুর খান লেখেন, “ক্যাট, বয় মমা ক্লাবে স্বাগতম!”

পরিণীতি চোপড়া লিখেছেন, “অভিনন্দন, নতুন মা-বাবা!”
সোনম কাপুর আহুজা বলেন, “তোমাদের দুজনকে অনেক ভালোবাসা।”
রাকুল প্রীত সিং উচ্ছ্বসিত ভঙ্গিতে লেখেন, “ওএমজি! অভিনন্দন তোমাদের দুজনকে! খুব খুশি!”
তারকাদের সারিবদ্ধ শুভেচ্ছা
নেহা ধুপিয়া, দিয়া মির্জা, জোয়া আখতার, অর্জুন কাপুর, মানিশ মালহোত্রা ও আয়ুষ্মান খুরানাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানান।
তাদের এই আনন্দঘন মুহূর্তে গোটা বলিউড ভরে উঠেছে ভালোবাসা, শুভকামনা ও উষ্ণ অভিনন্দনে।
#Bollywood #KatrinaKaif #VickyKaushal #CelebrityNews #BabyBoy #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















