রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।
আগুন লাগার সময় ও নিয়ন্ত্রণ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৮টা ৪০ মিনিটের দিকে।
যানজটের কারণে বিলম্ব
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানিয়েছেন, এলাকায় তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।

কোনো হতাহতের ঘটনা নেই
তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
#আগুন #ধানমন্ডি #শান্তমারিয়ামবিশ্ববিদ্যালয় #ল্যাবএইডহাসপাতাল #ফায়ারসার্ভিস
সারাক্ষণ রিপোর্ট 



















