ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকায়।
ঘটনার বিস্তারিত
পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ৩টার দিকে ভালুকজান এলাকায় পার্ক করা ‘আলম এশিয়া পরিবহন’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাসে। এসময় বাসের ভেতরে থাকা চালক জুলহাস মিয়া পালাতে না পেরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
পুলিশের বক্তব্য
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, বাসটিতে আগুন দেওয়ার পর তা সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুলহাস মিয়ার মরদেহ উদ্ধার করে থানার ক্যাম্পাসে নিয়ে আসে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
পরবর্তী ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
#ফুলবাড়িয়া #বাসে_আগুন #ময়মনসিংহ #অগ্নিকাণ্ড #বাংলাদেশ_সংবাদ
সারাক্ষণ রিপোর্ট 



















