০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
অস্ট্রেলিয়ান ওপেনের আগে শক্ত বার্তা, ব্রিসবেনে দাপুটে শিরোপায় সাবালেঙ্কা চীনে বইয়ের দোকান মানেই শুধু পড়ার জায়গা নয়, এখন সেলফির গন্তব্য বিশ্বের সেরা জিমের তালিকায় লন্ডনের বিলাসী জিউ জিতসু ক্লাব আর্মা এ আর রহমানের সুরে মনের গভীরে নামা ‘বাব’: নায়লা আল খাজর আবেগঘন সিনেমা শীতের সকালে ঝিমুনি আর পরীক্ষার চাপ, সহজ রুটিনেই বাড়বে মনোযোগ ও শক্তি মিনিয়াপলিসে অভিবাসন এজেন্টের গুলিতে নারী নিহত, যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদে উত্তাল শহর হেসা স্ট্রিটে স্বস্তির রাস্তা খুলল দুবাই, যানজট কমাতে বড় ধাপে অগ্রগতি এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণসুবিধা অনুমোদন, ডলার সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত চট্টগ্রামে পুলিশ হত্যাকাণ্ড: ১০ জনের যাবজ্জীবন পর্যটনে গতির নতুন অধ্যায় আবুধাবি, ২০৩০ লক্ষ্য ছোঁয়ার পথে এগোচ্ছে আমিরাত

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৯)

  • Sarakhon Report
  • ১১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 121

শ্রী নিখিলনাথ রায়

 

এই অভ্যর্থনায় প্রার ৮০ হাজার টাকা ব্যয় হওয়ার কথা শুনা যায় এবং কেবল জগৎশেঠের সমাদরের জন্ত ১৭,৩৭৪, আর্কট মুদ্রা ব্যয় করা হইয়াছিল’ জগৎশেঠের সবিশেষ সাহায্যে মীরজাফর বাঙ্গলার মসনদে উপবিষ্ট হইয়াছিলেন। তিনি ইংরেজদের অর্থপিপাসা মিটাইবার জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হন; তজ্জন্য শেঠদিগের নিকট হইতে তাঁহাকে প্রতিনিয়ত ঋণ করিতে হইত।

অর্থের জন্য অবিরত শেঠদিগকে পীড়াপীড়ি করায়, ক্রমে নবাবের সহিত তাঁহাদের মনোমালিন্য উপস্থিত হয়। এই সময়ে শাহজাদা সাহ আলম বাঙ্গলা রাজ্য অধিকারের জন্য বিহারে উপ- স্থিত হন। শাহজাদার বিহারে অবস্থিতিকালে জগৎশেঠ মহাতপচাঁদ ও মহারাজ স্বরূপচার ভ্রাতৃদ্বয় আপনাদিগের তীর্থস্থান পরেশনাথে যাইতে- ছিলেন। তাঁহাদের সহিত তাঁহাদেরই বৃত্তিভোগী দুই সহস্র সৈন্য গমন করিতেছিল।

কিয়দ্দূর অগ্রসর হইতে না হইতে নবাব তাঁহাদের গমনে বাধা প্রদান করেন। তৎকালে এক প্রবাদ রাষ্ট্র হয় যে, জগৎশেঠেরা নবাবের বিরুদ্ধে শাহজাদার সহিত যোগদান করিতেছেন। নবাব এই প্রবাদে বিশ্বাস করিয়া, তাঁহাদিগকে ফিরাইয়া আনিতে চেষ্ট। পান।।

শেঠেরা নবাবের কথায় কর্ণপাত না করিয়া, সেই দুই সহস্র সৈন্যকে বশী- ভূত করিয়া ফেলেন এবং তাহাদিগকে যথেষ্ট অর্থ প্রদান করিয়া তাহা– দিগকে সঙ্গে লইয়া তীর্থাভিমুখে অগ্রসর হন। নবাব আপনার ভবিষ্যৎ অমঙ্গল ভাবিয়া তাঁহাদিগকে পুনঃপ্রতিনিবৃত্ত বা তাঁহাদিগের গদী লুণ্ঠন করিতে সাহসী হন নাই।। ইহার পরে আবার শেঠদিগের সহিত নবাক? জাফর আলি খাঁর সৌহাদ্দ স্থাপিত হয়।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ান ওপেনের আগে শক্ত বার্তা, ব্রিসবেনে দাপুটে শিরোপায় সাবালেঙ্কা

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৯)

১১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

শ্রী নিখিলনাথ রায়

 

এই অভ্যর্থনায় প্রার ৮০ হাজার টাকা ব্যয় হওয়ার কথা শুনা যায় এবং কেবল জগৎশেঠের সমাদরের জন্ত ১৭,৩৭৪, আর্কট মুদ্রা ব্যয় করা হইয়াছিল’ জগৎশেঠের সবিশেষ সাহায্যে মীরজাফর বাঙ্গলার মসনদে উপবিষ্ট হইয়াছিলেন। তিনি ইংরেজদের অর্থপিপাসা মিটাইবার জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হন; তজ্জন্য শেঠদিগের নিকট হইতে তাঁহাকে প্রতিনিয়ত ঋণ করিতে হইত।

অর্থের জন্য অবিরত শেঠদিগকে পীড়াপীড়ি করায়, ক্রমে নবাবের সহিত তাঁহাদের মনোমালিন্য উপস্থিত হয়। এই সময়ে শাহজাদা সাহ আলম বাঙ্গলা রাজ্য অধিকারের জন্য বিহারে উপ- স্থিত হন। শাহজাদার বিহারে অবস্থিতিকালে জগৎশেঠ মহাতপচাঁদ ও মহারাজ স্বরূপচার ভ্রাতৃদ্বয় আপনাদিগের তীর্থস্থান পরেশনাথে যাইতে- ছিলেন। তাঁহাদের সহিত তাঁহাদেরই বৃত্তিভোগী দুই সহস্র সৈন্য গমন করিতেছিল।

কিয়দ্দূর অগ্রসর হইতে না হইতে নবাব তাঁহাদের গমনে বাধা প্রদান করেন। তৎকালে এক প্রবাদ রাষ্ট্র হয় যে, জগৎশেঠেরা নবাবের বিরুদ্ধে শাহজাদার সহিত যোগদান করিতেছেন। নবাব এই প্রবাদে বিশ্বাস করিয়া, তাঁহাদিগকে ফিরাইয়া আনিতে চেষ্ট। পান।।

শেঠেরা নবাবের কথায় কর্ণপাত না করিয়া, সেই দুই সহস্র সৈন্যকে বশী- ভূত করিয়া ফেলেন এবং তাহাদিগকে যথেষ্ট অর্থ প্রদান করিয়া তাহা– দিগকে সঙ্গে লইয়া তীর্থাভিমুখে অগ্রসর হন। নবাব আপনার ভবিষ্যৎ অমঙ্গল ভাবিয়া তাঁহাদিগকে পুনঃপ্রতিনিবৃত্ত বা তাঁহাদিগের গদী লুণ্ঠন করিতে সাহসী হন নাই।। ইহার পরে আবার শেঠদিগের সহিত নবাক? জাফর আলি খাঁর সৌহাদ্দ স্থাপিত হয়।