নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার এক ছাত্রলীগ নেতার জীবনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গ্রেফতারের মাত্র তিন দিন পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যু হয়। পরে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি তাদের জানাজায় অংশ নেন।
ঘটনার বিবরণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সুমনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক মামলায় সম্পৃক্ততার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।
গ্রেফতারের পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। পরদিন শুক্রবার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্তান প্রসব করলেও নবজাতক সন্তান রবিবার বিকেলে মারা যায়। একই দিন রাত ৮টার দিকে হাফেজা বেগমও চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্যারোলে মুক্তি ও জানাজায় অংশগ্রহণ
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান সুমন। পুলিশের কড়া পাহারায় তিনি দড়ি সোনাকান্দা মোড়ে নিজ বাড়িতে এসে স্ত্রী ও নবজাতক পুত্রসন্তানের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার সময় তিনি ও তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে দাফন সম্পন্ন হলে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পুলিশের বক্তব্য
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সুমনকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, যাতে তিনি স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পারেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।”
ঘটনাটি স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে, এবং এলাকাবাসীর অনেকে এই ঘটনার নেপথ্যের পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন।
#নারায়ণগঞ্জ #ছাত্রলীগ #গ্রেফতার #প্যারোল #বিস্ফোরকমামলা #মৃত্যু #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















